/সৃষ্টিভ্রমণ

সৃষ্টিভ্রমণ

শয়তান-১

জ্বীন সম্প্রদায়ের পরের সম্রাট ‘হামুচে’র নাতি ইবলিস। ইবলিসের পিতার নাম খবিস এবং মায়েরর নাম নিলবিস। উল্লেখ্য খবিস এবং নিলবিস দম্পতি একই মায়ের পেটের আপন ভাইবোন। উভয়েই সম্রাট ‘হামুচে’র পুত্র ও কন্যা। ইবলিস শত-সহস্রলক্ষ বছর অল্লাহর ইবাদত ক’রে ‘মুয়াল্লিমুল মালাকুত’ বা ফেরেশতাদের শিক্ষকরূপে পদমর্যাদা লাভ করেছিলো। কিন্তু তার অন্তর ছিলো অশুদ্ধ। নিজের জ্ঞান ও পদের অহংকার ও আদমের প্রতি হিংসা-বিদ্বেষের অপবিত্রতায় পরিপূর্ণ। পরিণতিতে তার এই ব্যাপক ইবাদত কোনো কাজে আসেনি। নাস্তিক নয়, আস্তিক ইবলিস বিপুল পরিমাণ ইবাদতের পরেও হয়েছে অভিশপ্ত ‘শয়তান’। সৃষ্টিকুলের নিকৃষ্টতম সত্তা। মানবজাতির চিরশত্রু। কিন্তু তার বিদ্যা, পন্ডিত্য, অপকৌশল দুর্দান্ত কারিশম্যাটিক। যার বদৌলতে পৃথিবীতে তার স্থান দুষ্টের শিরোমণিরূপে। দুষ্টের রাজা শয়তানের রয়েছে ১৫ জন শত্রু এবং ১১ জন ঘনিষ্ঠ বন্ধু। সৃষ্টিভ্রমণে আজ তুলে ধরা হলো শয়তানের ১১জন ঘনিষ্ঠ বন্ধুর পরিচিতি। শয়তানের এই বন্ধুরা হলো ক্রমানুসারে: 

১. অত্যাচারি শাসক, যে মানুষের প্রতি ইনসাফ বা ন্যায়বিচার করে না, 

২. অহংকারি ব্যক্তি, যে নিজেকে বড় কিংবা শ্রেষ্ঠ ভাবে, 

৩. যে ব্যক্তি ওজনে কম দেয় (বা কাজে ফাঁকি দেয় বা দায়িত্বে আবহেলা করে), 

৪. মদ পানকারি ব্যক্তি, 

৫. সুদ ও ঘুষখোর, 

৬. নির্দোষ মানুষ হত্যাকারি, 

৭. চোগলখোর, অর্থাৎ যে একজনের কথা অন্যজনকে বলে পরস্পর সম্পর্কের ক্ষতি করে, ঝগড়ার সৃষ্টি করে, 

৮. এতিমের সম্পদ আত্মসাৎকারি, 

৯. যে যথাযথভাবে জাকাত আদায় করে না, 

১০. যে ব্যক্তি পরকাল অর্জন করার ওপর পৃথিবী অর্জনকে প্রাধান্য দেয় এবং 

১১. যে ব্যক্তি আশা-অকাঙ্খাকে বাড়াতে থাকে, অর্থাৎ মৃত্যুকে ভুলে গিয়ে দীর্ঘকাল বাঁচার আশায় পৃথিবীর কাজে ব্যস্ত থাকে। এরা শয়তানের ঘনিষ্ঠ বন্ধু। স্বজন। 

সুত্র: কোরআন, হাদিস, ইঞ্জিল, যবুর, তৌরাত গ্রন্থসমূহ অবলম্বনে।

অনিন্দিতা