/আরবদের ‘চুমু’..

আরবদের ‘চুমু’..

যষ্মিন দেশে যদাচার

আরবদের জীবনযাপন নিয়ে পৃথিবীবাসীর কৌতূহল ব্যাপক। এর অন্যতম কারণ তাদের ব্যক্তিজীবন থেকে  সাধারণ জীবনযাপনও নানাবিধ গোপনীয়তা এবং সিদ্ধ-অসিদ্ধের নিয়মকানুনে ভরপুর। আরবদের  সংস্কৃতি এবং তাদের আচার-আচরণও অন্য জাতি থেকে স্বতন্ত্র। ফরাসিরা যেমন চোখের ভাষায় অনেককিছু বুঝিয়ে দেয়, আরবরাও তাদের মুখের ভাষার সঙ্গে শারীরিক অভিব্যক্তি বা বডি ল্যাংগুয়েজ দিয়ে নানারকম ভাব প্রকাশ করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘চুমু’। আরব সমাজে চুমু খাওয়ার রেওয়াজ অতি প্রাচীন। তবে অনারবের জন্য এটি একইসঙ্গে কৌতূহলোদ্দীপক এবং ঝুঁকিপূর্ণ। পশ্চিমা সমাজে বা আমাদের মতো দেশে চুমুর আবেদন মূলত দুটি : স্নেহ বা আদর ও ভালোবাসার বহিঃপ্রকাশ এবং যৌনচুম্বন। আরব জাতির ক্ষেত্রে সেটি ভিন্ন। আরব নর-নারী, শিশু-বৃদ্ধ, তরুণ-তরুণীসহ সবাই নানাভাবে চুমু দ্বারা তাদের ভাব ও অভিব্যক্তি আদান-প্রদান করেন। সেখানে একেক চুমুর একেক মানে। শরীরের স্থানভেদেও চুমুর অর্থ ভিন্ন হয়। আরবদের সঙ্গে চুমু বিষয়ে তাই বিশেষ সতর্কতা অবলম্বন করা ভালো। নয়তো ‘চুমু’ ভুল হয়ে গেলে বিপত্তি ঘটতে পারে। আরবজগতের মানুষের কোথায় ‘চুমু’ দেওয়ার কী মানে সেটা জানা থাকলে, সেসব দেশে জীবনযাপন বা ভ্রমণে অনেককিছু সহজ ও সুবিধাজনক হতে পারে। 

আরবে কোন ‘চুমু’র কী মানে?

🡺হাতে চুমু খাওয়া মানে ‘বন্ধুত্ব’। 

🡺নাকে চুমু খাওয়া মানে ‘তুমি সুন্দর’। 

🡺পশ্চিমা দেশগুলোতো দু’জন পুরুষ পরস্পর গালে চুমু খাওয়া মানে তারা সমকামী। কিন্তু আরবে ব্যতিক্রম।

🡺এখানে পুরুষরা পরস্পর গালে চুমু খায় বন্ধুত্বের নিদর্শন হিসাবে। সাধারণভাবে এর অর্থ ‘তোমাকে আমার প্রয়োজন’। 

🡺কপালে চুমু খাওয়া মানে ‘ভাস্তে ভাগ্না সম্পর্কিত স্নেহ প্রকাশ’।

🡺ঘাড়ে বা কাঁধে চুমু খাওয়ার মানে এক ধরনের শুভেচ্ছার প্রকাশ ও সম্মান প্রদর্শন করা। 

🡺ঠোঁটে চুমু খাওয়া মানে ষড়াব ুড়ঁ.

🡺চোখ বুজে চুমু খাওয়ার মানে হলো ‘আমি তোমার প্রেমে পড়েছি’।

অর্থাৎ, কে চুমু খাচ্ছেন সেটি বিষয় নয়, বিষয় হলো কোথায় চুমু খাচ্ছে। ‘চুমু’র স্থান থেকে পরস্পরের সম্পর্ক সম্বন্ধে ধারণা পাওয়া যায়। 

এ ছাড়া আরবদের মাঝে আরও নানারকম শারীরিক অভিব্যক্তি বা বডি ল্যাংগুয়েজ রয়েছে।

🡺কারও হাত ধরা মানে হচ্ছে ‘আমি তোমাকে পছন্দ করি’।

🡺চোখে চোখে দৃষ্টি ফেলা মানে ‘তুমি কি আমাকে ভালোবাসো’?

🡺আঙুলের নখ চাপা মানে হচ্ছে ‘আমি একটি চুমু চাই’।

🡺দেখা হলে কাউকে জড়িয়ে ধরা মানে হলো ‘আমি তোমাকে বিশ্বাস করি’।

🡺বুকের ওপর হাত রাখার অর্থ হচ্ছে ‘আন্তরিক সম্মান ও ভদ্রতা প্রকাশ’।

🡺কোনও আরব হাত মেলানোর পরে বেশ কিছুক্ষণ যদি কারও হাতে হাত চেপে রাখে সেটি বন্ধুত্বের লক্ষণ। 

🡺কাউকে জড়িয়ে ধরার মানে হচ্ছে বিশ্বস্ত বন্ধু হিসেবে তাকে বিবেচনা করছে।

🡺কোনো আরব যদি কাউকে জড়িয়ে ধরতে না চায় তার অর্থ হচ্ছে, অপর পক্ষকে সে অবিশ্বস্ত কিংবা নোংরা ভাবছে।

🡺কথা বলার সময় যদি চোখের দিকে তাকায় তাহলে বুঝতে হবে সে মনোযোগ দিয়ে কথা শুনছে। না তাকানোর অর্থ পাত্তা দিচ্ছে না। 

🡺কোনো আরব তার ডান হাতের আঙুল কামড়ানোর মানে হচ্ছে সে বিরক্ত হচ্ছে। 

মমতাজ খালিদ