/দেহভ্রমণ

দেহভ্রমণ

মানুষ-১

মানুষের শরীর পৃথিবীর সবচেয়ে আশ্চর্য ইঞ্জিন। এই ইঞ্জিনের রয়েছে দৃশ্য ও অদৃশ্যমান আরো আশ্চর্যজনক কর্মকান্ড। তারই অল্পকিছু নিচে তুলে ধরা হলো:

⇒ নারী একজন পুরুষের চেয়ে গড়ে পাঁচ ইি  খাটো হন।

⇒ মানুষের দুই পায়ের পাতায় ২,৫০,০০০ গ্ল্যান্ড রয়েছে ঘাম নি:সরণের জন্য।

⇒ পাকস্থলীর এসিড রেজার বেডিকে গলিয়ে ফেলার জন্য যথেষ্ট।

⇒ মানুষের মস্তিষ্ক এনসাইক্লোপিডিয়া ব্রিটিনিকার পাঁচ গুণ বেশি তথ্য সংরক্ষণ করে রাখতে পারে।

⇒ মুখ থেকে পাকস্থলীতে খাবার পৌঁছুতে সময় লাগে সাত সেকেন্ড।

⇒ মানুষের স্বপ্ন দেখার গড় সময় ২-৩ সেকেন্ড। 

⇒ মানুষের পায়ের প্রতি পাতায় প্রায় এক বিলিয়ন ব্যাকটেরিয়া থাকে।

⇒ মানুষের শরীরের ৩০ মিনিট ব্যাপি তাপ দিয়ে হাফ গ্যালন পানি সিদ্ধ করা সম্ভব।

⇒ মানুষের দাঁতের এনামেল শরীরের সবচেয়ে শক্ত আবরণ।

⇒ মানুষের জন্মের ছয় মাস আগে থেকে তার দাঁত উঠতে থাকে।

⇒ মানুষের বৃদ্ধাঙ্গুলের লেন্স তার নাকের সমান।

⇒ মানুষের দেহের সর্ববৃহৎ সেল (ঈবষষ) হচ্ছে নারীর ডিম্ব বা ঋবসধষব ঊমম এবং ক্ষুদ্রতম পুরুষের শুক্রাণু বা গধষব ঝঢ়বৎস.

রুবিনা ভট্রাচার্য