/নর-নারীর ভাষা

নর-নারীর ভাষা

সহধর্মিণীর সঙ্গে ভ্রমণ যেমন আনন্দের তেমনি খানিক পান থেকে চুন খসলে চরম যন্ত্রণাদায়ক। পৃথিবীতে মোট ভাষার সংখ্যা কয়েক লাখ। এরমধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে নারীর ভাষা’ বোঝা। আর বিব্রতকর ও যুগপৎ আনন্দময় হচ্ছে পুরুষের ভাষা। নর-নারী মুখে যা বলে আসলে তা ‘মিন’ করেনা। তার কথার অর্থ অন্য কিছু। এ কারণে নারী-পুরুষের সম্পর্কে নানা বিপত্তি ঘটে। কলহ-বিবাদ হয়। ভ্রমণকালে এই ধরনের ভুল বোঝাবুঝি যাতে এড়ানো যায় সেজন্য নারী-পুরুষ উভয়েই জেনে নিন তাদের কোন কথার কী মানে! নর-নারীর আসল ভাষা বোঝার জন্য ভ্রমণের নিয়মিত আয়োজনে আজ থাকছে নারীর ভাষা।

 নারী যদি বলে: আমরা এই বিষয়ে পরে কথা বলব।

এর মানে হচ্ছে: এখন চুপ থাকো।

নারী যদি বলে: আমাদের এটা প্রয়োজন

এর মানে হচ্ছে: আমার এটা চাই-ই চাই।

নারী যদি বলে: তোমার যা ইচ্ছা করো..

এর মানে হচ্ছে: এজন্য তোমাকে চরম দন্ড পেতে হবে।

নারী যদি বলে: আমাদের একটু কথা বলতে হবে।

এর মানে হচ্ছে: তোমার বিরুদ্ধে আমার অভিযোগ আছে।

নারী যদি বলে: তুমি কি আমাকে ভালোবাস?

এর মানে হচ্ছে: আমি এমন একটি কাজ করেছি যা তুমি পছন্দ করোনা।

নারী যদি বলে: আমি পাঁচ মিনিটে রেডি হচ্ছি..

এর মানে হচ্ছে: তুমি টিভিতে টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচের এক ইনিংস অনায়াসে দেখার সময় পাবে।

নারী যদি বলে: আমাকে কি একটু মোটাসোটা লাগছে?

এর মানে হচ্ছে: আমাকে সুন্দরী বলে প্রশংসা করো।

নারী যদি বলে: তোমাকে ঠিকভাবে কথা বলা শিখতে হবে।

এর মানে হচ্ছে: আমি যা বলি সব কিছু মুখ বুজে মেনে নাও।

নারী যদি বলে: আমি দুঃখিত!

এর মানে হচ্ছে: তুমি আমাকে সরি বলো।

নারী যদি বলে: তোমাকে……..ম্যানলি লাগছে!

এর মানে হচ্ছে: তোমাকে আজ শেভ করতে হবে।

বিলকিস আনোয়ার, ভ্রমণডেস্ক