/বাংলাদেশের বউ …

বাংলাদেশের বউ …

রিডার্স  পোস্ট

বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের বউ পশ্চিমা পুরুষের জন্য বেহেশত হলেও বঙ্গসন্তান যারা বিয়ের কথা ভাবছেন, তারা মন দিয়ে এই লেখাটি পড়লে উপকৃত হতে পারেন। বিয়ের আগে জেনে নিতে পারেন বাংলাদেশের কোন জেলার মেয়েরা কেমন। তারপর সিদ্ধান্ত নিন কার ঘাড়ে লটকাবেন? কাকে দিয়ে ঘাড় মটকাবেন? এই লেখার কোনো একাডেমিক সূত্রভিত্তি হয়তো নেই, আবার নিছক ফালতু হিসেবেও একে উড়িয়ে দেয়া কঠিন। সৌভাগ্য বা দুর্ভাগ্য কপালে থাকলে বাস্তবের সঙ্গে মিলে গেলেও মিলে যেতে পারে!

১. যশোরের মেয়েরা সুন্দরী। মিথ্যা কথার রানী। কুটনামিতে পন্ডিত। শ্বশুরবাড়ির মানুষকে তারা পছন্দ করে। 

২. চট্টগ্রামের মেয়েরা বাইরের জেলার ছেলেদের ব্যাপারে অনাগ্রহী। কিছুটা কনজারভেটিভ।

৩. সিলেটি মেয়েরা পর্দানশীন বেশি। কিন্তু, কোথাও কোথাও শুধু ব্যতিক্রম না, ঘাপলাও আছে।

৪. পুরান ঢাকার মেয়েরা দিলখোস। খরুচে হাত। কিন্তু রুচির সমস্যা আছে।

৫. খুলনার মেয়েরা স্বামী অন্তঃপ্রাণ। তারা ফ্যামিলির ব্যাপারে একটু বেশি সিরিয়াস টাইপের হয়।

৬. উত্তরবঙ্গের মেয়েরা কোমলমতি, কিছুটা বেকুব ও ননক্রিয়েটিভ।

৭. বরিশালের মেয়েরা ঝগড়াটে স্বভাবের, তবে ভালো রাঁধুনি, ন্যাচালার সুন্দরী, সংসারী এবং স্বামীভক্ত। বরিশাল কন্যাদের কাছ থেকে সাবধানভিজ্ঞদের পরামর্শ মানা ভালো। নয়তো জীবন-যৌবন বরবাদ হতে পারে।

৮. ময়মনসিংহের মেয়েরা খানিকটা বোকাসোকা, কেউ কেউ অতিচতুর, কেউ স্মার্ট এবং ডেয়ারিং।

৯. শান্তিতে ঘর করার জন্য সিরাজগঞ্জের মেয়েরা ভালো।

১০. বগুড়ার মেয়ে আগাগোড়াই ঝাল।

১১. কুষ্টিয়ার মেয়েরা অহংকারী, কিন্তু সেই তুলনায় গুণবতী নয়। মননশীল ও রুচিসম্পন্ন। যাকে ভালোবাসে সত্যিকারের ভালোবাসে, কোনো রাখঢাক নেই। মুখের শুদ্ধভাষা অতি শ্রুতিমধুর, শুনলে শুধু শুনতেই মন চাইবে।

১২. ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা ‘পলটিবাজ’ কিন্তু পতিভক্ত ও সংসারী।

১৩. রাজশাহীর মেয়েরা খানিকটা ‘লুজ’, ব্যক্তিত্বের অভাব!

১৪. পাবনার মেয়েরা কুটনা স্বভাবের।

১৫. জামালপুরের মেয়েরা অতি স্মার্ট এবং ডেয়ারিং। এই জেলায় সুন্দরীদের ঘনত্ব বেশি।

১৬. বাবা-মা অথবা আত্মীয়-স্বজনকে ভুলতে চাইলে নোয়াখালীর মেয়েদের তুলনা নেই। বেশিরভাগ মেয়ে কারও কথার নিচে থাকতে রাজি নয়। কঠিন ক‚টনা হয়। তবে তারা শ্বশুরবাড়ির জন্য করতে চাইলে নিজের সব দিয়ে করে, না করলে নাই!

১৭. ফরিদপুরের মেয়েরা চোরা স্বভাবের। সবকিছুর মধ্যে গোপন গোপন ভাব করে। এদের বুদ্ধি ভালো। 

১৮. কুমিল্লার মেয়েরা সুন্দরী, কিন্তু শ্বশুরবাড়ির মানুষ পছন্দ করে না। তারা দায়িত্বশীল, তবে সংসারে প্রভাব বিস্তার করতে পছন্দ করে বেশি। 

১৯. টাঙ্গাইলের মেয়েদের স্বভাব ভালো হয়। বান্ধবী হিসেবে তারা চমৎকার। দিলখোলা টাইপের। পাত্রী হিসেবেও উত্তম। 

২০. মাদারীপুরের কন্যারা খুব কিউট এবং খরুচে, জামাইয়ের পকেট ফাঁকা করতে উস্তাদ। কোটিপতি জামাইকে লাখপতি বানানো এদের হাতের মোয়া।

২১. চাঁদপুরের মেয়েরা মানুষ হিসেবে ভালো, অতিথিপরায়াণ। তাদের সরল ভালোবাসায় যে কেউ মুগ্ধ হবে। তবে ছেলে ঘুরানোতে তারা চ্যাম্পিয়ন।

২২. দিনাজপুরের মেয়েরা সরল রূপসী, মিষ্টি।

২৩. চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা বেশি সরল মনের অধিকারী। তাদের সারল্য অনেক  ক্ষেত্রেই বেকুবির পর্যায়ে চলে যায়, তবে সবাই না।

২৪. গাজীপুরের মেয়েরা মিশুক এবং রসিক। একই সঙ্গে জেদী এবং লাজুক স্বভাবের। রূপের দিক থেকে মধ্যম সুন্দর, স্মার্ট এবং সংস্কৃতিমনা। তবে যেগুলো খারাপ সেগুলা বদের হাড্ডি। 

২৫. নরসিংদীর কন্যারা উড়ালপঙ্খীর মতো, তাদের মন আর চলার ঢং আকাশের রঙের মতো বদলায়।

২৬. কিশোরগঞ্জের মেয়েরা একটু বোকাসোকা, কেউ কেউ আবার ডেয়ারিং প্রকৃতির। মিশুক, বন্ধুপাগল বা বন্ধুপ্রেমী হয়। স্বামীভক্ত হয়, তবে এমনও হতে পারে যে সারাজীবন বউয়ের দ্বারা নিগৃহীত হওয়া অসম্ভব কিছু না।

২৭. নারায়ণগঞ্জের মেয়েরা অতিশয় ভালো, ভদ্র, সামাজিক; কীভাবে পরিবার এবং মুরব্বিদের সামলাতে হয় তারা ভালো জানে। সংসারে ঝামেলাহীন আর সবসময় হাসিখুশি, মিলেমিশে থাকে এমন বউ আনতে চাইলে নারায়ণগঞ্জের মেয়েরাই সেরা। 

২৮) মুন্সিগঞ্জের মেয়েরা প্রেমপাগল। তারা কী চায় নিজেরাও জানে না।

২৯) ভোলার মেয়েরা সহজ-সরল, কথা একটু বেশি বলে। সততার আছে।

৩০) কক্সবাজারের  মেয়েদের চেহারায় একটু চাকমাভাব আছে। তাদের ভাষা দুর্বোধ্য … তবে মন পরিষ্কার।

উৎস : মানুষের জীবনের নানা অভিজ্ঞতা, বøগ ও ইন্টারনেট। 

ইপ্সিতা আলম, ঢাকা