হোটেল গ্র্যান্ড পার্ক বরিশালে শুক্রবারের সেরা আয়োজন..

প্রতি শুক্রবার রাতে হোটেল গ্র্যান্ড পার্ক বরিশালে নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে শহরের সেরা স্বাদের খাবারের এক মহা আয়োজন।

অসাধারণ অ্যাপেটাইজার থেকে শুরু করে মুখরোচক নানা পদের সুস্বাদু সব খাবার থাকছে বুফে ডিনারে, যা যেকোনো ভোজনপ্রেমী মানুষকে প্রীত করবে, আনন্দিত করবে। বন্ধু-স্বজন প্রিয়জনকে নিয়ে অবিস্মরণীয় আনন্দময় মুহূর্ত উপহার দেয়ার জন্য হোটেল গ্র্যান্ড পার্ক বরিশাল বরিশালবাসীসহ এখানে আগত সকল অতিথিকে আগাম ও উষ্ণ অভিবাদন জানাচ্ছে।

বুফের সময়কাল সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত, প্রতি শুক্রবার।

আগাম বুকিং এর জন্য ০১৭৭৭৭৩৫১৭১-৭৬ ফোন নম্বরে যোগাযোগ করা যাবে। প্রতিজনের জন্য বুফের নেট মূল্য ১,৪৯৯ টাকা।

ভ্রমণডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!