‘টেস্ট অফ ইন্দোনেশিয়া’..

আগামি ১৯ জুন ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার বিখ্যাত সব খাবারের আয়োজন নিয়ে বিশেষ বুফে ডিনার ‘টেস্ট অফ ইন্দোনেশিয়া’।

বৈচিত্রময় খাবারের স্বাদের জন্য ইন্দোনেশিয়ান রন্ধনশিল্পের খ্যাতি রয়েছে বিশ্বময়। ভোজনরসিকদেরকে এই অসাধারণ ভোজন স্বাদ ও বিচিত্র অভিজ্ঞতা দিতে ডিনার আয়োজনে থাকবে বিখ্যাত ‘রাওন এবং নাসি গোরেং এর মজাদার স্বাদ থেকে শুরু করে ঐতিহ্যবাহি সাতে (কাবাব), কাম্বিং, ইকান গোরেং, বেবেক গোরেং এবং মি গোরেংসহ ইন্দোনেশিয়ার বাহারি খাবারের সেরা ও সুস্বাদু সব আয়োজন।

সাথে থাকছে বিভিন্ন ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ক্যাফে বাজারে চমকপ্রদ মূল্য অফার ‘ পে ১ ইট ৪’ অর্থাৎ একজনের ডিনার পেমেন্ট মূল্যের সাথে ৩ জনের খাবার ফ্রি।

১৯ তারিখ থেকে শুরু হওয়া এই বিশেষ আয়োজন চলবে ২১ জুন ২০২৫ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ১০টা ৩০মিনিট পর্যন্ত। রয়েছে র‌্যাফেল ড্র। আগাম আসন নিশ্চিত করবার জন্য যোগাযোগের নম্বর ০১৭১৩৩৮২৬০৯ ও ০১৭১৩০৩০৫২৮। প্রতিটি ডিনারমূল্য নেট ৭ হাজার ৫০০ টাকা। (শর্ত প্রযোজ্য)

ভ্রমণডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!