সায়েন্স অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল ২০২৫

‘দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস’

শিশু-কিশোরদের চিত্রাঙ্কনের মধ্যদিয়ে সমাপ্ত হলো গ্যাগারিন সায়েন্স অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল ২০২৫

ইউরি গ্যাগারিনের মহাকাশে ঐতিহাসিক যাত্রার ৬৪তম বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী গ্যাগারিন বিজ্ঞান ও শিল্প উৎসবের শেষদিনে শিশু-কিশোরদের জন্য একটি প্রাণবন্ত চিত্রাঙ্কন উৎসবের আয়োজন করা হয়। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী এতে অংশ নেয়, তারা মহাকাশের বিস্ময় চিত্রিত করে এবং ইউরি গ্যাগারিনের অগ্রণী উত্তরাধিকারের প্রতি শৈল্পিক শ্রদ্ধা নিবেদন করে। ‘দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে সেরোভ একাডেমি অব ফাইন আর্টসের বিশেষ সহায়তায় ঢাকাস্থ রাশিয়ান হাউস ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন যৌথভাবে সফলভাবে উৎসবটি বাস্তবায়ন করে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক মিস্টার পাভেল দ্ভইচেনকভ দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, এই অনুষ্ঠান শুধু ইউরি গ্যাগারিনের মহাকাশ যাত্রার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে নয়, বরং এটি বিজ্ঞান ও শিল্পকলার সম্মিলন, কৌতূহল এবং সৃজনশীলতারও এক অনন্য উদযাপন। শিক্ষার্থীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে মহাবিশ্বের বিস্ময় এবং মানব আত্মার সীমানাহীন কল্পনাকে ধারণ করেছে।

মিস্টার দ্ভইচেনকভ তরুণ শিল্পীদের আবেগ এবং সৃজনশীলতার প্রশংসা করেন, সহযোগিতার জন্য উৎসবের সহযোগী ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষা সহযোগিতা আরও বৃদ্ধির জন্য রাশিয়ান হাউসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!