
আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার লা গ্যালারিতে আগামি ১৭ জুন সন্ধ্যা ৬টায় শুরু হতে যাচ্ছে ‘টিম্বার টেইলস’ শীর্ষক দলীয় চিত্রপ্রদর্শনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মনিরুল ইসলাম।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মনিরুল ইসলাম
এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী তিন তরুণ শিল্পী- আবু আল নাঈম, রাকিব আলম শান্ত এবং শাকিল মৃধা – প্রত্যেকেই কাঠের খোদাইয়ের মাধ্যমে প্রকাশিত একটি অনন্য দৃশ্যমান ভাষা ব্যবহার করেন। প্রদর্শনীতে প্রায় ২০টি শিল্পকর্ম প্রদর্শিত হবে, যা সমসাময়িক থিমগুলোকে প্রতিফলিত করে যেগুলো অস্তিত্ব, পরিবেশ, স্মৃতি এবং সামাজিক আখ্যানকে অন্বেষণ করে।



রাকিব আলম শান্ত তার সাহসী, বৃহৎ আকারের সাদা-কালো উডকাট প্রিন্টের জন্য পরিচিত, যেখানে রূপ ও বৈপরীত্য স্পষ্টভাবে ধরা পড়ে।
শাকিল মৃধা তার শৈশবের গ্রামীণ জীবনের স্মৃতি, রং ও ছন্দকে কাজে লাগিয়ে তৈরি করেছেন এক উষ্ণ ও স্নিগ্ধ চিত্রভাষা।
অন্যদিকে, আবু আল নাঈম ধারাবাহিকভাবে পরীক্ষাধর্মী পন্থায় কাজ করে চলেছেন, যেখানে ঐতিহ্যবাহী মাধ্যমের সাথে আধুনিক দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটেছে।
তিনজন শিল্পী সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগ থেকে বিএফএ ও এমএফএ সম্পন্ন করেছেন এবং সেখানেই তাঁদের নিজস্ব শিল্পভাষা গড়ে তুলেছেন।
প্রদর্শনীটি চলবে ২৫ জুন ২০২৫, বুধবার প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ।
ভ্রমণডেস্ক