বন্ডাইবীচ

বন্ডাইবীচ, অস্ট্রেলিয়া

নার্গিস আক্তার

ঘুরে আসুন ঊচ্ছল চঞ্চল প্রাণোচ্ছাসে ভরপুর ঝলমলে সিডনির বন্ডাই বীচ। অষ্ট্রেলিয়া এমন এক মহাদেশ যার চারিদিকে রয়েছে সমুদ্রের স্বচ্ছ নীল জলরাশি আর বীচ। সিডনির আশেপাশেই রয়েছে কুজি বীচ, ম্যানলী বীচ, পাম বীচ, ক্রনোলা বীচ ,বন্ডাই বীচ এবং আরও অনেক। গরমের দিনে শতশত মানুষ সমুদ্র ¯œান করে প্রাণ জুড়াতে আসে এই বীচের পানিতে ৷

সিডনির সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্ববিখ্যাত বীচ হচ্ছে বন্ডাই৷ বন্ডাই (ইড়হফর) শব্দটি এসেছে অষ্ট্রেলিয়ার আদিবাসীদের কাছ থেকে। এর অর্থ হচ্ছে পাথরের ঊপর পানি ভাঙ্গার শব্দ। ১৮৮২ সনের ৯ই জুন এই বীচটি জনগনের উপভোগের জন্য খুলে দেয়া হয়, এর আগে বীচটি ব্যক্তিগত মালিকানায় পরিচালিত ছিলো। বীচটি সিডনি শহরের কেন্দ্র থেকে ৭ কিলোমিটার পূর্বে অবস্থিত। এই বীচের দৈর্ঘ্য এক কিলোমিটার। বীচের পাঁশে হাঁটার জন্য অনেক চঊড়া ফুটপাত রয়েছে।

বীচের সোনালী বালু, সবুজাভ নীল রংয়ের পানি আর চঞ্চল ঢেঊ মিলেমিশে বীচকে করে তুলেছে আকর্ষণীয়। হাজার হাজার স্থানীয় এবং বিদেশি পর্যটকের এক অনাবিল আনন্দের লীলাভূমি বন্ডাই। এই বীচের ঊপর সবচেয়ে বেশি পোস্টকার্ড, টেলিভিশন শো এবং ফিল্ম করা নির্মিত হয়েছে। এই বীচে পর্যটকদের বিনোদনের জন্য সবরকম ব্যবস্থা রয়েছে। রয়েছে খাবার দাবার ও রাত্রিযাপনের আয়োজন। বীচের পাশেই রয়েছে আবাসিক হোটেল এবং ফাস্ট ফুডের দোকান। এখানে ম্যাকডোনাল্ডস, অপর্তো ও আরও অনেক ফাস্ট ফুডের চেইন শপ রয়েছে।

বীচে সাঁতার কাটার পরে গোসল করার জন্য রয়েছে বাথরুমের ব্যবস্থা। সকাল, বিকাল, রাত যেকোনো সময় এখানে বেড়াতে ভালো লাগে। স্বাস্থ্য সচেতন অনেককেই বীচের পাড়ে নিয়মিত হাঁটাহাটি এবং জগিং করতে দেখা যায়। বীচের সামনে দিয়ে যে বড় রাস্তাটি আছে তার নাম ক্যাম্বেল প্যারেড। এই রাস্তার পাশেই স্টাইলিশ সার্ফ, ফ্যাশন সপ, ক্যাফে, রেষ্টুরেন্ট, এবং বার রয়েছে।  

বীচের ঊত্তর দিকে গেলে দেখা যায় সিডনির আদিবাসিদের শিল্পকলার নিদর্শন। পাথরের গাঁয়ে খোদাই করা শিল্পাংকনের মধ্যে মাছ, হাঙ্গর, মানুষ, বুমেরাং এসবের নয়ন জুড়ানো প্রতিকৃতি চোখে পড়ে।

দক্ষিণদিকের ঊপকূল দিয়ে হাঁটতে হাঁটতে ঊপভোগ করা যায় পানি ও প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য।

এছাড়া বীচের পাশেই রয়েছে সুন্দর পার্ক যেখানে একটু বিশ্রাম নেয়া যায় অথবা খেলাধূলা করে সময় কাঁটানো যায়। রলার ব্লেডার, স্কেটার এবং সাইক্লিষ্টদের কাছে পার্কটি খুবই জনপ্রিয় ৷

বীচের একটি ঊল্লেখযোগ্য বিষয় হচ্ছে ১৯০৭ সালে এখানে প্রথম সার্ফ লাইফ সেভিং ক্লাবের সূচনা হয়। গ্রীষ্মকালে ক্লাবের স্বেচ্ছাসেবকরা সাতাররুদের লাল হলুদ পতাকার মাঝখানে সাতার কাটার নির্দেশনা দিয়ে থাকে নিরাপত্তার জন্য। শিক্ষানবীশ থেকে শুরু করে অভিজ্ঞ সার্ফাররা বীচে সার্ফিং করতে আসে। সার্ফারদের জন্য দোকান থেকে সার্ফবোর্ড এবং বুগীবোর্ড ভাড়া করার ব্যবস্থা আছে।

বীচে প্রতি বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেমন আগষ্ট মাসে সর্ফ রান অনুষ্ঠিত হয়। এই রেসিং এ ৬৩০০০ প্রতিযোগী সিডনির কেন্দ্র  থেকে ১৪ কিলোমিটার রান করে বন্ডাই বীচে এসে পৌঁছায়। জানুয়ারী মাসে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেষ্টিভ্যাল। জুন মাসে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় স্কাল্পচার বাইদ্যাসি। অষ্ট্রেলিয়ার সবচেয়ে বড় ঘুড়ি উড়ানোর ঊৎসব, ফেষ্টিভ্যাল অফ দ্যা ঊইন্ডস অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর মাসে। প্রচুর সংখ্যক আইরিশ এবং ব্রিটিশ পর্যটক ডিসেম্বর মাসে ক্রীসমাস ঊৎসব পালন করতে এখানে আসেন।

কেনাকাটা

বন্ডাই-এ প্রতি শনিবার কৃষিপণ্যের বজার বসে। বাজারে টাটকা সব্জি ও ফলমুল পাওয়া যায়। রবিবারও বাজার বসে, এই বাজারে হস্তশিল্পজাত দ্রব্য, নানা ডিজাইনের জামাকাপড় এবং অনেক প্রয়োজনীয় জিনিসপত্রের সমাহার দেখা যায়।

বন্ডাইবীচে কিভাবে যাবেন

বীচে যাতায়াতের জন্য বাস, ট্রেন, ট্যাক্সি অথবা প্রাইভেটকার এ যেকোনোভাবেই যওয়ার সুবিধা রয়েছে। তবে বীচের পাশে কারপার্কিং পাওয়া খুবই দূর্লভ। তাছাড়া পার্কিং এর জন্য ঘন্টা প্রতি টিকেট কেঁটে পার্কিং করতে হয়। ফি ঘন্টা প্রতি ৭ অষ্ট্রেলিয়ান ডলার।

বাস ও ট্রেনের লিংক টিকেট কিনলে একই টিকেটে ট্রেন ও বাসে করে বীচে চলে যাওয়া যায়। ট্রেনে করে বন্ডাই জাংকশনে নেমে ওখান থেকে লিংক বাসে চড়তে হবে।

এছাড়া পর্যটকদের জন্য সিডনির বিভিন্ন আকর্ষণীয় স্পটলুলো ঘুরে দেখার জন্য সারাদিনব্যাপী ট্যুর বাস রয়েছে। সিডনীর একমাত্র হফঅনহফ ডাবল ডেকার বাস আপনাকে ঘুড়িয়ে দেখাবে অষ্ট্রেলিয়ার বিখ্যাত হার্বারসিটি, সিডনি অপেরা হাউজ, ডার্লিং হার্বার, বন্ডাইবীচ ও আরও অনেক সুন্দর সুন্দর স্পটসহ মোট ৩৪ টি স্টপ রয়েছে দেখার মতো। সিডনী হফঅনহফ ডাবল ডেকার বাস বন্ডাইবীচ রুটে প্রতি ৩০ মি: পরপর ছাড়ে। সকাল ৮.৩০ মি: থেকে সন্ধ্যা ৭.৩০ মি: পর্যন্ত বাস চলাচল করে। বাসের টিকেট ২৪-৪৮ ঘন্টা পর্যন্ত কর্যকর থাকে।

 লেখক: অস্ট্রেলিয়া প্রবাসি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!