ইতিহাস সৃষ্টি করে জাতিসংঘ পর্যটনের প্রথম মহিলা মহাসচিব নিযুক্ত হলেন আমিরাতের শাইখা আল নোয়াইস

সংযুক্ত আরব আমিরাতের শাইখা আল নোয়াইস ইতিহাস সৃষ্টি করে জাতিসংঘ পর্যটনের পরবর্তী মহাসচিব নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালে তার মেয়াদ শুরু হবে। নোয়াইস টেকসই পর্যটন, পর্যটনের ডিজিটাল রূপান্তর এবং অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতি বিশেষ গুরুত্বারোপ করবেন। তার নির্বাচনকে বিশ্ব মঞ্চে আমিরাতি নারীদের সাফল্যের প্রতিফলন হিসেবে প্রশংসিত হচ্ছে।

আমিরাতের ব্যবসায়ী নেতা শাইখা আল নোয়াইস জাতিসংঘ পর্যটনের প্রথম মহিলা মহাসচিব নিযুক্ত হয়েছেন।

জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা (UN Tourism) শাইখা আল নোয়াইসকে ২০২৬-২৮ মেয়াদে জাতিসংঘ পর্যটনের পরবর্তী মহাসচিব হিসেবে নির্বাচিত করেছে। ১৯৭৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটির ৫০ বছরের ইতিহাসে তিনিই হবেন সংগঠনটির নেতৃত্বদানকারী প্রথম নারী প্রধান।

বর্তমান মহাসচিব জুরাব পোলোলিকাশভিলি চলতি বছর তার মেয়াদকাল সম্পন্ন করার পরে ২০২৬ সালের জানুয়ারিতে নোয়াইস তার কার্যকাল শুরু করবেন।

৩০ মে স্পেনে অনুষ্ঠিত জাতিসংঘ পর্যটন কাউন্সিলের ১২৩তম অধিবেশনে নোয়াইসের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

সামগ্রিকভাবে টেকসই পর্যটন, পর্যটনের ডিজিটাল রূপান্তর, অর্থনৈতিক ক্ষমতায়ন, নীতিগত শাসন এবং সাংস্কৃতিক বিনিময়ের উপর মহাসচিব হিসেবে নোয়াইস বিশেষভাবে মনোনিবেশ করবেন। তার লক্ষ্য হলো একটি অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনী পর্যটন বিশ^পর্যটনখাত গড়ে তোলা যা বিশ্বব্যাপী সমৃদ্ধি অর্জনে সহায়তা করবে।

তার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, নোয়াইসের দৃষ্টিভঙ্গি হল ‘দায়িত্বশীল, টেকসই এবং সর্বজনীনভাবে গ্রহণযোগ্য পর্যটন প্রচারে জাতিসংঘের পর্যটনকে নেতৃত্ব দেওয়া যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উদ্দীপিত করে এবং বিশ্ব সম্প্রদায়কে সমৃদ্ধ করে।’

আমিরাতি ব্যবসায়ী নেতা নোয়াইসের বিশ্বব্যাপী আতিথেয়তা শিল্পে ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে রোটানা হোটেল চেইনে মালিক সম্পর্ক ব্যবস্থাপনার কর্পোরেট ভাইস-প্রেসিডেন্ট, যেখানে তিনি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, পূর্ব ইউরোপ এবং তুরস্ক জুড়ে মালিক সম্পর্ক কার্যক্রম পরিচালনা করেন।

কর্পোরেট গভর্নেন্স, টেকসই পর্যটন এবং অর্থনৈতিক উন্নয়নে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং বিশ্বব্যাপী পর্যটন উদ্যোগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার কৌশলগত দৃষ্টিভঙ্গির জন্যও তিনি সুপরিচিত।

দুবাইয়ের জায়েদ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী নোয়াইস আবুধাবি চেম্বারের ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপেরও সভাপতি। আবুধাবি বিজনেসওমেন কাউন্সিল এবং লেস রোচেস হসপিটালিটি একাডেমির বোর্ডেও তিনি দায়িত্ব পালন করেন।

আরব পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বিন আহমেদ আল ইয়ামাহি, জাতিসংঘের পর্যটনের নতুন মহাসচিব নির্বাচিত হওয়ায় শাইখা নাসের আল নওয়াইসকে অভিনন্দন জানিয়েছেন।

এক বিবৃতিতে আল ইয়ামাহি এই অর্জনকে আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় স্তরেই আমিরাতের নারীদের বিরাট সাফল্যের প্রতিফলন হিসেবে প্রশংসা করেছেন। তিনি এই অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের দৃঢ় সমর্থন এবং দৃষ্টিভঙ্গিকে কৃতিত্ব দিয়েছেন, যিনি নারীদের ক্ষমতায়ন এবং সংযুক্ত আরব আমিরাতের উন্নয়নে তাদের ভূমিকা সমর্থন করে চলেছেন।

তিনি বলেন যে, এই অর্জন সংযুক্ত আরব আমিরাত এবং সমগ্র আরব বিশ্বের জন্য গর্বের উৎস। এটি বিশ্বব্যাপী সিদ্ধান্ত গ্রহণের অবস্থানে আরব নারীদের উপস্থিতিকে শক্তিশালী করবে এবং আমিরাতের পেশাজীবিরা যে দক্ষতা এবং উৎকর্ষতার সাথে আন্তর্জাতিক সংস্থাগুলিকে নেতৃত্ব দিতে পারেন তার এক জীবন্ত প্রমান নোয়াইসের জাতিসংঘের পর্যটনবিষয়ক সর্বোচ্চ সংস্থা ইউএন টুরিজমের মহাসচিব নির্বাচিত হওয়া। শাইখা আল নোয়াইসের সাথে এই পদে নির্বাচনে শক্তিশালী অপর দুই প্রার্থী ছিলেন ডব্লিউটিটিসির সাবেক প্রধান, গ্লোরিয়া গুয়েভারা এবং আফ্রিকার হ্যারি থিওহারিস।

ভ্রমণডেস্ক নিউজ

Spread the love

2 thoughts on “ইতিহাস সৃষ্টি করে জাতিসংঘ পর্যটনের প্রথম মহিলা মহাসচিব নিযুক্ত হলেন আমিরাতের শাইখা আল নোয়াইস

  1. Congratulations from Bangladesh.Great News for the Islamic World n Lovers+Professionals of the Tourism n Hospitalitality Industry around the globe.Tourism is the Master Key of the World Economy n Peace!

  2. Congratulations!
    Hope that world tourism will develop hugely and will be more popular around the world.
    Good luck & congratulations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!