ঢাকায় রুশ হাউসে রাশিয়া দিবস উদযাপন

ঢাকাস্থ রাশিয়ান হাউস রাশিয়া দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে গত ৪ জুন ২০২৫ তারিখে। রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশন এবং অতিথিদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হয়।

বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ গঠনে সোভিয়েত ইউনিয়নের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। সোভিয়েত ইউনিয়নের সার্বিক সহায়তার কারণে বাংলাদেশের স্বাধীনতা অনেকাংশে অর্জিত হয়েছে বলে জোর দেওয়া হয়।

আলোকচিত্র প্রদর্শনী উপভোগ করছেন দর্শকগণ

সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘কালিনকা’, ‘নাদ ভোদোই’, ‘কাতিউশা’, ‘গোরি, গোরি ইয়াসনো’, ‘কাদরিল’, ‘রাশিয়া উইল রিমেইন রাশিয়া’, ‘ও দালোকয় রোদিন’, ‘ওয়, দা নে ভেচার’ সহ ঐতিহ্যবাহী রাশিয়ান নৃত্য ও গানের প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠিত হয়।

রাশিয়া দিবসকে উৎসর্গ করা একটি আলোকচিত্র প্রদর্শনী দর্শকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

অনুষ্ঠানে সরকারি সংস্থার প্রতিনিধি, সরকারি ও যুব সংগঠনের প্রতিনিধি, বিজ্ঞান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাশিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সদস্য, বাংলাদেশের সোভিয়েত অ্যাসোসিয়েশনের অ্যালামনাই, দেশবাসী এবং রাশিয়ান দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এই আয়োজনে উল্লেখযোগ্যভাবে ৩০০ জনেরও অংশগ্রহণকারীর অংশ নেন।

ভ্রমণডেস্ক

Add Your Heading Text Here

Spread the love
Translate »
error: Content is protected !!