ফেসবুক আমাদের নিত্য জীবনের অনুসঙ্গ। এর মাধ্যমে মানুষ নিজের স্মরনীয় মুহূর্তগুলো সবার সাথে ভাগাভাগি করে নেয়। ফেসবুক কখনও হয়ে ওঠে প্রতিবাদের হাতিয়ার, কখনও আনন্দের ক্যানভাস, কখনও বেদনার নীল আকাশ। ফেসবুক থেকে পাওয়া যায় বিস্ময়কর নানা তথ্য। ভ্রমণ ম্যাগাজিনের তার পাঠকদের সাথে শেয়ার করছে এমনই কিছু ছবি, লেখা বা ভিডিও, এতে করে পাঠক আনন্দিত হবেন, ভাবিত হবেন, উৎসাহী হবেন ভ্রমণেও। স্মরণে কিংবা আত্মপরিভ্রমণে। এই ধারাবাহিকতায় আজ শেয়ার করা হলো ‘জীবনটা কঠিন’ থেকে ‘ক্যামেরাটা নকল, কিন্তু হাসিটা একদম আসল’। https://www.facebook.com/share/p/19vYWJcLmr/

‘জীবনটা কঠিন’ থেকে ‘ক্যামেরাটা নকল, কিন্তু হাসিটা একদম আসল’
অহনা ইশরাত