
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে আগামি ৮ ও ৯ আগস্ট মঞ্চস্থ হতে যাচ্ছে এক প্রাণবন্ত নাট্য প্রদর্শনী ‘Songs of Hawkers’। এটি একিসাথে কাব্যিক, প্রহসনমূলক ও হাস্যরসাত্মক মঞ্চনাটক যা রাস্তার হকারদের জীবনধারাকে তুলে ধরেছে। নাটকটি নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্মাতা যাযি আয়ুন।
যাযি আয়ুনের দীর্ঘদিনের আগ্রহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। সেই আগ্রহ থেকেই তিনি মঞ্চে এনেছেন বাংলাদেশি হকারদের চঞ্চল, বর্ণিল ও কর্মচঞ্চল জগৎ যাঁরা শহরের রাস্তায় ঘুরে ঘুরে নানা পণ্যের ডাক দিয়ে শহরের ছন্দ সৃষ্টি করেন।
নাটকটি তিনটি ছোট গল্পের মাধ্যমে বিন্যস্ত ‘The Secret’, ‘The Thief Rewarded’, এবং ‘The Competition’ যেখানে কৌতুক, ব্যঙ্গ এবং অদ্ভুততার মিশেলে রচিত হয়েছে এক অনন্য ভিজ্যুয়াল গল্পকথন। বাংলা ও ভাঙা ভাঙা ইংরেজির সংমিশ্রণে সংলাপ পরিবেশনের মাধ্যমে মঞ্চে জীবন্ত হয়ে ওঠে থিয়েটার, নৃত্য, পাপেট, ক্লাউনিং ও অ্যাক্রোবেটিক্সের চমৎকার এক সমন্বয়। চরিত্রগুলো তাদের অসম্পূর্ণতা ও হাস্যরস দিয়ে আমাদের মন ছুঁয়ে যায় Í ঠিক যেমন বাস্তব জীবনের মানুষজন।
নাটকটির প্রেরণা এসেছে উনবিংশ শতাব্দীর ফরাসি নাট্যধারা গ্রাঁ গুইনিওল (Grand Guignol) থেকে, যা শারীরিক অভিব্যক্তি ও অতিরঞ্জিত অভিনয়ের মাধ্যমে বাস্তবতাকে রূপায়িত করে। এই প্রযোজনাটি শুধুই একটি কমেডি নয় Í এটি এক ধরনের শ্রদ্ধার্ঘ্য তাদের প্রতি যারা প্রতিদিন আমাদের শহরের পথঘাটে ফেরি করে ফেরে, সাশ্রয়ী ও সহজলভ্য পণ্য নিয়ে, এবং যাদের অনর্গল ডাক আমাদের জীবনে এক ধরনের অনির্দেশ্য কাব্যিকতা যোগ করে।
আসুন, একটি সন্ধ্যায় হাসি, চিন্তা ও উদযাপনে শরিক হই শহরের এই অদম্য পথচারীদের প্রতি, যাঁরা আমাদের চারপাশের জীবনকে করে তোলেন আরও জীবন্ত, রঙিন ও মানবিক। নাটকের মঞ্চে যাঁরা এদিন উপস্থিত থাকবেন- ইমাম হোসেন, এম এস রানা, পি কে ফজল, সুরাইয়া টি. মৌ।
১ ঘন্টার এই নাটকটিতে বাংলার সাথে সামান্য ইংরেজি মিশেল রয়েছে। সকলের জন্য উন্মুক্ত অনুষ্ঠানটির আসন সংখ্যা সীমিত হওয়ায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন বিন্যাস করা হবে।
ভ্রমণডেস্ক