‘ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক: ল্যাংগুয়েজ-কালচার-টুরিজম’..

পর্যটন ক্ষেত্রে ফ্রান্সের অবস্থান পৃথিবীর শীর্ষে। এই শীর্ষস্থান ধরে রাখার জন্য ফরাসি সরকার অব্যাহতভাবে বিশ্বময় নানা উদ্যোগ চলমান রেখেছে। দেশের পর্যটন প্রচারে প্রতিটি সুযোগকেই গুরুত্ব দিয়ে বিবেচনা করে তারা। সেই ধারাবাহিকতায় ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে আঁলিয়াস ফ্রসেজ দ্য ঢাকার সহযোগিতায় ট্রাভেল ম্যাগাজিন ভ্রমণ-এর বিশেষ ডিজিটাল ফ্রান্স সংস্করণ প্রকাশের সাথেসাথে ‘ ফ্রান্স-বাংলাদেশ সম্পর্র্ক: ল্যাংগুয়েজ, কালচার এবং টুরিজম’ শীর্ষক একটি রাউন্ড টেবল অনুষ্ঠিত হয়েছে ক্যাফে লা ভ্যারেন্ডাতে। ৩০ জুলাই সকালে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলিয়স ফ্রসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রাসোয়া গ্রোজিন। তিনি বলেন, আলিয়স ফ্রসেজ ঢাকা ৬৫ বছরেরও বেশি সময়কাল ধরে শুধু ফরাসি ভাষা ও সংস্কৃতির সাথে বাংলাদেশের মানুষের যে সাংস্কৃতিক সংযোগ তৈরি করেছে তা নয়, বরং বাংলাদেশের শিল্প-সাহিত্য-কৃষ্টি-স্থাপত্য প্রভৃতিকে ফ্রান্সসহ বিশ্ব দরবারে নানা অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরেছে, যা উচ্চ প্রশংসিত। দু:খজনক হলেও সত্যি জলবায়ু, দারিদ্রতা, নানা দুর্যোগসহ বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে একটি নেতিবাচক প্রচার রয়েছে। অথচ সত্যিকথা হচ্ছে বাংলাদেশ আমার কাছে খুবই ইতিবাচক সমৃদ্ধ এক দেশ, যার রয়েছে অসাধারণ ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির এক দারুন মিশেল এবং বিশ্বমানের লেখক, গায়ক কিংবা শিল্পীর সৃষ্টি করে যাচ্ছে এই দেশটি। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের সংশ্লিষ্ট কতৃপক্ষ এগুলো যথাযথভাবে তুলে ধরার ক্ষেত্রে উদাসীন।

আলোচনায় উঠে আসে গেলো কয়েক বছরের মতো ২০২৪ সালেও ফ্রান্স পৃথিবীর শীর্ষ পর্যটন দেশের অবস্থান অক্ষুন্ন রেখেছে। সকল রেকর্ড ভঙ্গ করে ২০২৪ সালে দেশটিতে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ছিলো ১০০ মিলিয়ন বা ১০ কোটিরও বেশি, যা পূর্ববর্তি বছরের তুলনায় ২ মিলিয়ন বেশি। পর্যটনখাতে ফ্রান্স ২০২৪ সালে আয় করেছে রেকর্ড পরিমান ৭১ বিলিয়ন ইউরো বা ৮৩ বিলিয়ন ডলারেরও বেশি, যা পূর্ববর্তি বছরের তুলনায় ১২% বৃদ্ধি পেয়েছে।

অমায়িক ফরাসি জাতির ফ্রান্স বৈচিত্রময় প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, রন্ধনশিল্পসহ বহু বর্ণিল এক দেশ। বিশ্বময় ভালোবাসার প্রতীক এবং পর্যটকদের প্রথম পছন্দের নগরি ফ্রান্সের রাজধানী প্যারিস। পর্যটনকে বলা হয় জ্যাক অফ অল ট্রেড। ফলে এর সাথে ওতপ্রতভাবে যুক্ত ভাষা ও সংস্কৃতি। ঢাকাস্থ আলিয়স ফ্রসেজ ফরাসি ভাষা এবং সংস্কৃতিকে বহুমাত্রিকভাবে তুলে ধরার মাধ্যমে বাংলাদেশে পর্যটনক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উল্লেখ্য, আবু সুফিয়ান সম্পাদিত ‘ভ্রমণ’ ম্যাগিজন ইতোপূর্বে একাধিক ফ্রান্স সংস্করণ এবং ফরাসি ভাষার উৎসব ফ্রাঙ্কোফোনি নিয়ে বিশেষ প্রিন্ট সংস্করণ প্রকাশ করেছে।

‘ফ্রান্স-বাংলাদেশ সম্পর্র্ক: ল্যাংগুয়েজ, কালচার এবং টুরিজম’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরিস্ট পুলিশ প্রধান ও অতিরিক্ত আইজিপি মো: মাইনুল হাসান, গ্লোবাল সাসটেইনেবল টুরিজম নেটওয়ার্ক এর চেয়ারম্যান এবং সিনিয়র সচিব (অব.) মো: আব্দুস সামাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নায়লা আহমেদ, নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের শিক্ষক লোপা মমতাজ, পিপিসি বাংলাদেশের সিইও ফেরদৌস আমান দীদার, ঢাকা পোস্টের যুগ্ম বার্তা সম্পাদক এস এম নাঈম ফেরদৌস, নিউএজ ও বাংলাদেশ পোস্ট পত্রিকার নিজস্ব প্রতিনিধি যথাক্রমে মোহাম্মদ আসাদুরজামান আসলাম মোল্লা এবং আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘ভ্রমণ’ ম্যাগাজিন সম্পাদক ও ‘ইন দ্য স্ট্রিটস অফ প্যারিস’ গ্রন্থের লেখক আবু সুফিয়ান।

নিজস্ব প্রতিবেদক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!