‘নারী, মহাবিশ্ব-তার অন্তহীন অসীমতা’..

আগামি শুক্রবার ১৮ জুলাই ২০২৫, সন্ধ্যা ৬টায় আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে  উদ্বোধন হতে যাচ্ছে চিত্রশিল্পী লিটন কর-এর একক চিত্রপ্রদর্শনী ‘নারী, মহাবিশ্ব-তার অন্তহীন অসীমতা’।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী অধ্যাপক ফারিদা জামান, মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও, সিটি ব্যাংক পিএলসি, মাহরুখ মহিউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এবং পর্বতারোহী নিশাত মজুমদার। 

এই প্রদর্শনীতে লিটন কর নারীর আত্মিকতা, স্মৃতি ও মহাজাগতিক অবস্থানকে বিশ্লেষণধর্মী ও কাব্যিক ভঙ্গিতে তুলে ধরেছেন । তাঁর ২৫টি বৃহৎ আকারের তেলচিত্রে নারী শুধু অবয়ব নন, তাঁরা প্রকৃতি, স্বপ্ন এবং উত্তরাধিকারী স্মৃতিতে নিহিত এক শক্তিমান ও মৌলিক সত্তা। চিত্রগুলোতে রয়েছে বাস্তবতা ও কল্পনার মিশ্রণ, প্রতিটি ক্যানভাসে দৃশ্যমান লিটনের থিয়েটার, গল্প বলার কৌশল এবং সামাজিক বাস্তবতা নিয়ে কাজ করার অভিজ্ঞতা। নারীর প্রতিচ্ছবিতে ফুটে উঠেছে সহিষ্ণুতা, সৌন্দর্য এবং মহাজাগতিক শক্তির প্রতীক।

শিল্পী লিটন কর ১৯৭৪ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। চারুশিল্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা গ্রহণ করেন এবং তিন দশকেরও বেশি সময় ধরে চিত্রকলা ও সৃজনশীল চর্চায় যুক্ত। ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন ‘Shade’ এবং  ‘Italic’ নামে দুটি সৃজনশীল সংস্থা, যা চলচ্চিত্র, ডিজাইন ও মিডিয়া ক্ষেত্রে কাজ করছে। তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ICU (I See You) ‘ ২০২২ সালে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে।

প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে ‘ICU (I See You) ‘ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি উদ্বোধনী ও সমাপনী দিনে বিকাল সাড়ে ৫ টায় প্রদর্শিত হবে। এছাড়াও ১৯ জুলাই ২০২৫, সন্ধ্যা ৭টায়, ‘Post Office Society’ ব্যান্ডের সরাসরি সংগীত পরিবেশনা প্রদর্শনীকে একটি সমন্বিত সাংস্কৃতিক অভিজ্ঞতায় রূপ দেবে।

প্রদর্শনীটি চলবে ২৬  জুলাই ২০২২ পর্যন্ত। সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

ভ্রমণডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!