শিল্পী রাফীর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অফ পিস’..

আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হয়েছে শিল্পী সদরুল রাফীর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অফ পিস’। ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় গ্যালারি জুম-এ আয়োজিত এই অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে শিল্পীর নান্দনিক অঙ্কন ও চিত্রকর্মের এক অনন্য সমাবেশ দেখা যায়, যেখানে ক্লাসিক ও আধুনিক শিল্পধারার এক চমৎকার সংলাপ ফুটে উঠেছে। রাফীর শিল্পকর্মে প্রধানত প্রভাবশালী ইউরোপীয় চিত্রকলার মহান প্রথিতযশা শিল্পীদের ছাপ স্পষ্ট, যেমন পাবলো পিকাসো, লিওনার্দো দ্যা ভিঞ্চি, মাইকেলাঞ্জেলো বুয়োনারোটি, স্যান্ড্রো বতিচেল্লি, ক্লোদ মোনে, হেনরি মুর। এ ছাড়াও, বাংলাদেশের সুপরিচিত শিল্পী এস.এম. সুলতান, জয়নুল আবেদীন, শফিউদ্দিন আহমেদ, সাহাবুদ্দিন আহমেদ-এর কাজ থেকেও তিনি অনুপ্রাণিত। তাঁর সূক্ষ্ম, নিখুঁত পেন্সিল ব্যবহার এবং খুঁটিনাটি বিবেচনা শিল্পকে প্রচলিত সীমার বাইরে নিয়ে গিয়ে একটি স্বতন্ত্র ভিজ্যুয়াল ভাষা তৈরি করেছে।

রাফীর কাছে চিত্রকলা একটি বিস্তৃত কল্পনার জগতে প্রবেশের দ্বার। তাঁর কাজ বিশ্বাস, বিজ্ঞান, প্রযুক্তি ও ব্রহ্মা-বিদ্যার বিভিন্ন দিককে স্পর্শ করে, এবং তাঁর চিন্তাশীল, কল্পনাপ্রবণ ও অন্তর্মুখী মনকে প্রতিফলিত করে। রাফীর শিল্পকর্ম দর্শকদেরকে এমন এক স্থানে নিয়ে যায় যেখানে কল্পনা, চিন্তাভাবনা ও অনুভূতি একত্রিত হয়ে জীবন্ত হয়ে ওঠে।

আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডিতে ১৭-২৯ আক্টোবর ২০২৫, সোমবার থেকে শনিবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদশনীটি সকলের জন্য উন্মুক্ত।

ভ্রমণডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!