
বাংলাদেশের প্রখ্যাত স্থপতি, শিল্পী ও গবেষক ড. সাজিদ বিন দোজা রচিত ও অঙ্কিত এক ব্যতিক্রমী সাই-ফাই গ্রাফিক নভেল ‘ক্রাস্টেসিয়ান ও প্রোফেসর দীপ চৌধুরী’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার বিকেল ৫ টায়, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যঙ্গ ও কার্টুন সাময়িকী ‘উন্মাদ’ পত্রিকার প্রধান সম্পাদক, স্বনামধন্য কার্টুনিস্ট ও লেখক আহসান হাবীব।
‘ক্রাস্টেসিয়ান ও প্রোফেসর দীপ চৌধুরী’ হলো বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত এক অভিনব বৈজ্ঞানিক কল্পকাহিনি নির্ভর গ্রাফিক নভেল, যেখানে বাংলার ভূপ্রকৃতি, ইতিহাস এবং গভীর সমুদ্রের অজানা প্রাণজগৎ এক সূত্রে গাঁথা হয়েছে। কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক শিল্প-ইতিহাসবিদ অধ্যাপক, উত্তরবঙ্গের এক মধ্যযুগীয় প্রাসাদ এবং সমুদ্রগর্ভে বসবাসরত এক রহস্যময় বুদ্ধিমান প্রজাতিÍ‘ক্রাস্টেসিয়ান’। গল্পটি পাঠককে নিয়ে যায় ইতিহাস, বিজ্ঞান, মিথ ও মানবচেতনার এক বিস্ময়কর অভিযাত্রায়।
ড. সাজিদ বিন দোজা, সহযোগী অধ্যাপক, স্থাপত্য বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়Íদীর্ঘদিন ধরে বাংলার শিল্প, স্থাপত্য ও ঐতিহ্য নিয়ে গবেষণা করে আসছেন। তাঁর কাজের মূল স্রোতে রয়েছে সময়, স্থান ও সত্তার অনুসন্ধান। এই সাই-ফাই গ্রাফিক নভেলটি তাঁর শিল্পচিন্তার এক নতুন দিগন্ত, যেখানে বৈজ্ঞানিক কৌতূহল মিশেছে দৃশ্যমান কাব্যের গভীর শিল্পরূপে।
অনুষ্ঠানে বইটির ভিজ্যুয়াল প্রদর্শনীর পাশাপাশি লেখকের সংক্ষিপ্ত বক্তব্য এবং অতিথিদের মতামত পর্বও থাকবে। বইটি প্রকাশ করেছে অবসর প্রকাশনা সংস্থা।
অনুষ্ঠানের তথ্যসংক্ষেপ:
বই: ক্রাস্টেসিয়ান ও প্রোফেসর দীপ চৌধুরী
ধরন: সাই-ফাই গ্রাফিক নভেল
লেখক: ড. সাজিদ বিন দোজা
তারিখ: ১০ অক্টোবর ২০২৫ (শুক্রবার)
সময়: বিকেল ৫ টা। সবার জন্য প্রবেশ উন্মুক্ত।
ভ্রমণডেস্ক