মোহাম্মদ সফিউল আজম

রক্তিমাভ সাজ

তটিনী তীরে তরী ভীড়ে

ওড়ে চলে গাঙচিল অদূরে-বহুদূরে ।

সাঁজে রক্তিমাভায় পশ্চিমাকাশ-শোভিত,

নদীজলে রবিপ্রভা-লোহিত।

ধীবর জালে রূপালী ইলিশ, দৃষ্টিনন্দন!

বিরহ-ব্যথায় নস্টালজিয়ায়- রক্তক্ষরণ ৷

একাকী আমি বসে আছি নদীতটে

বালুয়াকান্দির চরে মেঘনার ঘাটে ।

এসব দেখতে দেখতে ভাবতে ভাবতে ,

হঠাৎ সম্বিত ফিরে দেখি, আবির অদৃশ্য । তাতে

চারিদিক ঘন অন্ধকার ফুঁড়ে তারকারাজির আগমন

অপার অধরা সৌন্দর্য-বিষণ্ন মন।

মধ্যগগনে দেখি রূপালী চাঁদের প্রেমময় আভা-মনহরণ ।

তুমি নাই- তাই আমি বড় অসহায় এখন । ৷

২৬-০৯-২০২০

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!