‘ফেত দ্য লা মিউজিক ২০২৫’..

ফেত দ্য লা মিউজিক ২০২৫-এর এক বর্ণাঢ্য উৎসব সম্পন্ন গত ২০ জুন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ক্যাফে লা ভেরান্ডায়। শতাধিক দর্শকের মেতে ওঠা এবং মনমাতানো এই সংগীতের ছন্দে ও আনন্দে অংশগ্রহণ করেন চল্লিশ জনের বেশি শিল্পী।

অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলাদেশি গান থেকে শুরু করে আধুনিক ফিউশন, একক আকুস্টিক পরিবেশনা থেকে প্রাণবন্ত দলীয় পরিবেশনা পর্যন্ত বিভিন্ন ধরনের সঙ্গীতশিল্পী অংশগ্রহণ করেন। সুরের মেলবন্ধনে পরিবেশ ছিল উৎসবমুখর, যেখানে নতুন ও অভিজ্ঞ শিল্পীরা তাদের সঙ্গীতপ্রেম ও প্রতিভা উপস্থাপন করেন।

বিশ্ব সংগীত দিবস বা ‘ফেত দ্য লা মিউজিক’ প্রথম শুরু হয় ফ্রান্সে ১৯৮২ সালে, ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে। প্রতি বছর ২১শে জুন এটি উদযাপিত হয় বিশ্বব্যাপী, যেখানে সকল স্তরের সংগীতশিল্পীরা পথঘাট, পার্ক ও উন্মুক্ত স্থানে সংগীত পরিবেশন করে সংগীতের মাধ্যমে গড়ে তোলে একতা ও বৈচিত্র্যের এক সুন্দর সেতুবন্ধন।

এরই ধারাবাহিকতায়, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা প্রতি বছরের মতো এবছরও আয়োজন করে এমন একটি সংগীত উৎসব যেখানে সংগীত হয়ে ওঠে সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠানে সব বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সংগীতের এক অনন্য অভিজ্ঞতা লাভ করে।

শিল্প ও সংস্কৃতির বিনিময়ের ক্ষেত্রে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে, এবং ‘ফেত দ্য লা মিউজিক’ সেই প্রচেষ্টারই এক গুরুত্বপূর্ণ অংশ।

ভ্রমণডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!