ঢাকায় উষ্ণ অভিনন্দন ও স্বাগত এম. ফ্রাঁসোয়া চ্যামব্রাউড.. 

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় নতুন পরিচালকরূপে যোগ দিয়েছেন মিঃ এম. ফ্রাঁসোয়া চ্যামব্রাউড। ভ্রমণ ম্যাগাজিনের পক্ষ থেকে নতুন এই পরিচালককে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। প্রসঙ্গত উল্লেখ্য ভ্রমণ ম্যগাজিন এবং এর সম্পাদক ও খ্যাতিমান লেখক এবং নাট্যকার আবু সুফিয়ান দির্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সাথে দুই দেশের শিল্প-সংস্কৃতি-শিক্ষা ও পর্যটন উন্নয়ন-প্রচার-প্রসারে একযোগে বহুমাত্রিকভাবে কাজ করে আসছে। 

মিঃ এম. ফ্রাঁসোয়া চ্যামব্রাউড এর নেতৃত্বে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আরও প্রাণবন্ত বহুমাত্রিক সংস্কৃতিকেন্দ্র হিসেবে এগিয়ে যাবে বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি। নতুন এই পরিচালকের গতিশীল ভূমিকা আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার কার্যক্রমকে আরও জোরদার করার জন্য উন্মুখ হয়ে আছে- শিল্প, শিক্ষা এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়ার মিলনস্থলরূপে। তার দৃষ্টিভঙ্গি কেবল ফরাসি ভাষা ও সংস্কৃতির অব্যাহত প্রচারের উপরই জোর দেবে না বরং বাংলাদেশী শিল্পী, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের উৎসাহকেও আরও শক্তিশালী করবে বলে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার এক বার্তায় উল্লেখ করা হয়েছে।

মিঃ এম. ফ্রাঁসোয়া চ্যামব্রাউড ২০০০ সালে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ আলিয়ঁস ফ্রঁসেজ নেটওয়ার্কে যোগদান করেন এবং ডাবলিন শাখার পরিচালক হিসেবে নিযুক্ত হন। সেসময় তিনি প্যারিসের একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রভাষক হিসেবে শিক্ষকতা করছিলেন।

তিনি প্রথমে ভাষাবিজ্ঞানে বিশেষজ্ঞ ছিলেন, কিন্তু শিল্পকলা – বিশেষ করে সঙ্গীত, সাহিত্য, সিনেমা এবং ভিজুয়াল আর্টের প্রতিও তিনি গভীর অনুরাগী। ২০০৪ সালে প্রিটোরিয়ায় আলিয়ঁস ফ্রঁসেজের প্রধান হিসেবে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত হন ফ্রাঁসোয়া। সেখানে থাকাকালীন তিনি চীনা ভাষা অধ্যয়ন করেন এবং ২০০৮ সালে ডিপ্লোমা অর্জন করেন, এরপর তিনি চীনের বেইজিংয়ে আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক নিযুক্ত হন এবং পাঁচ বছর দায়িত্ব পালন করেন। পরে তিনি ফ্রান্সে ফিরে দেশটির নাইস অঞ্চলে যোগদান করেন। যেখানে তিনি প্রস্তুতিমূলক ক্লাসের জন্য ইংরেজি শিক্ষক হিসাবে কাজ করেন এবং নাইস-কোট ডি’আজুর আলিয়ঁস ফ্রঁসেজের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসে যোগদান করেন। তিনি ২০১৭ সালে বোর্ডের সভাপতি নির্বাচিত হন এবং একইসাথে পরিচালক ও সহযোগী বোর্ড সদস্যদের সাথে মিলে আলিয়ঁস ফ্রঁসেজের শিক্ষার্থীদের জন্য ৭৭টি স্টুডিও ফ্ল্যাট সমন্বিত একটি ছাত্র আবাসন প্রতিষ্ঠা করেন।

মিঃ এম. ফ্রাঁসোয়া চ্যামব্রাউড ২০২১ সালে আলিয়স ফ্রঁসেজের সাংহাই শাখার নেতৃত্ব দেওয়ার জন্য চীনে ফিরে আসেন এবং সম্প্রতি তিনি আলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার নতুন পরিচালক হিসেবে বাংলাদেশে নেতৃত্ব দেবেন। ভ্রমণপিপাসু এবং বিদেশে থাকতে স্বাচ্ছন্দবোধকারি মিঃ এম. ফ্রাঁসোয়া চ্যামব্রাউড আগামী চার বছরের জন্য প্রাণবন্ত শহর ঢাকায় স্থায়ী হতে পেরে আনন্দিত বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছে ঢাকাস্থ আলিয়স ফ্রঁসেজ। ২৫ বছরের অভিজ্ঞতা এবং আলিয়স ফ্রঁসেজের মূল্যবোধ এবং লক্ষ্যের প্রতি গভীর প্রতিশ্রুতি নিয়ে এসেছেন মিঃ এম. ফ্রাঁসোয়া চ্যামব্রাউড, যা তিনি ঢাকা শাখার শিক্ষা ও শিল্পকলা কর্মসূচির উন্নয়নে অব্যাহত রাখবেন।

ভ্রমণডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!