গ্যালারি জুম-এ রুবাইয়া সাওম দিনার ‘হারমনি’

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য  ঢাকা গ্যালারি জুম-এ শিল্পী রুবাইয়া সাওম দিনার একক চিত্র প্রদর্শনী ‘হারমনি’ উদ্বোধন হয়েছে ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায়। এই প্রদর্শনীটি চলবে ২৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

নদী আমাদের প্রকৃতি, জীবন ও সংস্কৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। নদীর প্রবাহ, তীরবর্তী মানুষের জীবনধারা, সুখ-দুঃখ, আশা ও সংগ্রাম সবকিছুই শিল্পীর সৃজনশীলতায় নতুনভাবে প্রতিফলিত হয়েছে। কখনও নদী জীবনের সঞ্জীবনী শক্তি, কখনও বা মৃত্যুসম অন্ধকার-এই দ্বৈত সত্তাকেই দীনা তাঁর রঙ ও রেখার মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপন করেছেন।

শিল্পীর জন্ম ফরিদপুরে, পদ্মানদীর তীরে। শৈশব থেকেই নদীর ছন্দ তাঁর চিত্রকলায় বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে। তাই তাঁর শিল্পকর্মে বারবার ফিরে আসে নদী ও নদীকেন্দ্রিক মানুষের জীবনযাপনের গল্প।

প্রদর্শনীতে পারফরমেন্স আর্ট, ভিডিও আর্ট, তেল রঙ, অ্যাক্রেলিক রঙ, জলরঙ, কালি-কলম ও রেখাচিত্রসহ বিভিন্ন মাধ্যমে সৃষ্ট শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিটি কাজেই ফুটে উঠেছে নদীর ছন্দ, মানুষের সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক এবং প্রবাহমান জীবনের কথোপকথন।

শিল্পচর্চার পাশাপাশি রুবাইয়া সাওম দীনা কর্মরত আছেন ছায়ানটের নালন্দা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ শিশু একাডেমী, শিল্পারণ্যে ও অনলাইন আর্ট স্কুলে শিক্ষাকর্মী হিসেবে।

সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

ভ্রমণডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!