কবি নজরুল ইসলামের দুর্লভ চিঠি

প্রেম, দ্রোহ আর সাম্যের শিল্পসৈনিক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে (২৯ আগস্ট) তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনা করছে ভ্রমণ ম্যাগাজিন পরিবার। বিরলপ্রজ প্রতিভা এই কবিকে স্মরণ করে ছাপা হলো তাঁর অসাধারণ এক দুর্লভ চিঠি যেটি তনি ২৩ শে অগ্রহায়ণ, ১৩৩২ বঙ্গাব্দে আনোয়ার হোসেনকে লিখেছিলেন ।

‘মুসলমান সমাজ আমাকে আঘাতের পর আঘাত দিয়েছে নির্মমভাবে। তবু আমি দুঃখ করিনি বা নিরাশ হইনি। তার কারণ, বাংলার অশিক্ষিত মুসলমানরা গোঁড়া এবং শিক্ষিত মুসলমানরা ঈর্ষাপরায়ণ। এ আমি একটুও বানিয়ে বলছিনে। মুসলমান সমাজ কেবলই ভুল করেছে- আমার কবিতার সঙ্গে আমার ব্যক্তিত্বকে অর্থাৎ নজরুল ইসলামকে জড়িয়ে।

আমি মুসলমান- কিন্তু আমার কবিতা সকল দেশের সকল কালের এবং সকল জাতির। কবিকে হিন্দু-কবি, মুসলমান-কবি ইত্যাদি বিচার করতে গিয়েই এতো ভুলের সৃষ্টি!

আপাতত এইটুকুই বলে রাখি যে, আমি শরিয়তের বানী বলিনি- আমি কবিতা লিখেছি। ধর্মের বা শাস্ত্রের মাপকাঠি দিয়ে কবিতাকে মাপতে গেলে ভীষণ হট্টগোলের সৃষ্টি হয়। ধর্মের কড়াকড়ির মধ্যে কবি বা কবিতা বাঁচেও না জন্মও লাভ করতে পারে না। তার প্রমাণ- আরব দেশ। ইসলাম ধর্মের কড়াকড়ির পর থেকে আর সেথা কবি জন্মাল না। এটা সত্য… ’

ভ্রমণডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!