আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ‘কালার রাইমস’

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে তাদের ধানমন্ডি শাখার পেইন্টিং ওয়ার্কশপের শিশু শিক্ষার্থীদের কাজ নিয়ে তিনদিনব্যাপী “কালার রাইমস” প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেলো গত ৬ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৬টায় । সারাহ জাবিনের তত্ত্বাবধানে পরিচালিত এই ওয়ার্কশপ শিশুদের সৃজনশীল প্রতিভাকে প্রসারিত করে। প্রদর্শনীটি দর্শকদের সামনে তুলে ধরেছে একটি জাদুময় ভুবন, যেখানে রঙ ও কল্পনা মিলেমিশে শৈশবের রহস্যময়তা এবং আনন্দময় অভিজ্ঞতার গল্প বোনে। প্রদর্শনীর প্রতিটি চিত্রকর্মে শিশু শিল্পীরা স্বকীয় বর্ণনা সংযুক্ত করেছেন, যা দর্শকদের সরাসরি তাদের ভাবনা ও স্বপ্নের জগতে নিয়ে যায়। ‘বৃষ্টিতে নাচ’ চিত্রকর্মে শিশু লিখেছে, ‘আমি পুকুরে লাফ দিই, আর বৃষ্টি আমাকে তালি দিয়ে স্বাগত জানায়,’ যা এক সাধারণ বৃষ্টিভেজা দিনকে প্রাণবন্ত আনন্দে পরিণত করেছে। ‘আইসক্রিমের দুঃখ’ শিশুদের ক্ষুদ্র হতাশা ও কৌতূহলকে ফুটিয়ে তোলে-‘বাবাকে বলেছি আইসক্রিম কিনে দাও। বাবা বললো ঠান্ডা লাগবে, তাই দিল না।’

অন্যদিকে ‘মিনা এবং রাজু’ চিত্রকর্মটি সরল অথচ মধুর পার্থক্যভিত্তিক পর্যবেক্ষণ উপস্থাপন করে, আর ‘রানি’ শিশুর কল্পনা ও আত্মবিশ্বাসকে প্রতিফলিত করে, যেখানে লেখা, ‘প্রতিটি দেশে একটি রানি থাকে। রানিরা সুন্দর পোশাক ও গহনা পরে। মাথায় থাকে সুন্দর মুকুট। আমিই রানি।’

এই চিত্রকর্মগুলো প্রদর্শনীর অন্যান্য কাজের সঙ্গে মিলে গ্যালারিটিকে পরিণত করেছে এমন এক স্থানে, যেখানে দর্শকরা শৈশবের উদ্দীপনা, আবেগ ও সৃজনশীলতাকে পুনরায় অনুভব করতে পারেন। শিশুর সরল মনন ও রঙের উদ্ভাবনী প্রকাশ দর্শকদের মনে করিয়ে দেয়, কিভাবে প্রতিটি মুহূর্তকে বিস্ময় ও আনন্দের দৃষ্টিতে দেখা যায়।

ভ্রমণডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!