আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ট্রাবলিং রেইন’..

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গৌরবময় আয়োজনে ১৪ আগস্ট সন্ধ্যা ৬টায় লা গ্যালারিতে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও শিক্ষাবিদ আবির আব্দুল্লাহর মনোমুগ্ধকর একক আলোকচিত্র প্রদর্শনী “ট্রাবলিং রেইন”।

এই প্রদর্শনীর ভিজ্যুয়াল বর্ণনায় আবির আব্দুল্লাহ তুলে ধরেছেন ঢাকার বর্ষা ঋতুর দ্বৈত রূপ যা বাংলা সাহিত্যে সৌন্দর্য ও রোমান্সের প্রতীক হিসেবে উদযাপিত, আবার একইসঙ্গে যে ঋতু জটিলতা ও দুর্ভোগেরও কারণ। দুই দশকের নিবেদিত সাধনার মাধ্যমে তিনি উন্মোচন করেছেন নগরবাসীর প্রতিদিনের জীবনে লুকিয়ে থাকা স্থিতিস্থাপকতার গল্প। জলমগ্ন রাস্তা, উল্টে যাওয়া ছাতা কিংবা অবিরাম বৃষ্টিতে ভেঙে পড়া শহুরে অবকাঠামো প্রতিটি ছবিই যেমন একান্ত মুহূর্তের দলিল, তেমনি এটি বিশ্বের অন্যতম জনবহুল মহানগরের মানুষের টিকে থাকার সংগ্রামের বৃহত্তর সাক্ষ্যও বটে।

আবির আব্দুল্লাহ বর্তমানে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ফটোগ্রাফি ওয়ার্কশপ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর আলোকচিত্র যাত্রা শুরু হয় বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউটে প্রাথমিক পাঠের মাধ্যমে এবং পরে পাঠশালায় ফটোজার্নালিজমে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে রয়েছে আন্তর্জাতিক কর্মশালা, প্রামাণ্য আলোকচিত্র প্রকল্প এবং শিক্ষা কার্যক্রমে অসামান্য অবদান। তিনি মর্যাদাপূর্ণ মাদার জোন্স ইন্টারন্যাশনাল ফান্ড ফর ডকুমেন্টারি ফটোগ্রাফি এবং আলেক্সিয়া ফাউন্ডেশন প্রফেশনাল গ্রান্ট লাভ করেছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস, এশিয়াউইক ও টাইমসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনায় তাঁর ছবি প্রকাশিত হয়েছে এবং লন্ডন, আমস্টারডাম, সান ফ্রান্সিসকো, পেরপিনিয়াঁ, কুইবেক ও শারজাহসহ বিশ্বের নানা শহরে তাঁর কাজ প্রদর্শিত হয়েছে। ১৪ তারিখ থেকে ২৩ আগস্ট প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে সোমবার থেকে শনিবার বিকেল ৩টা –  থেকে রাত ৯টা পর্যন্ত।

ভ্রমণডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!