আলিয়ঁস ফ্রঁসেজে ‘হ্যামেলিনের পাইড পাইপার’

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র ‘ফ্রাইডে থিয়েটার স্কুলের’ উদ্যোগে শনিবার, ১৩ সেপ্টেম্বর  প্রদর্শিত হলো বিশ্বখ্যাত জার্মান লোককথার নাট্যরূপ ‘হ্যামেলিনের পাইড পাইপার’। ফ্রাইডে থিয়েটার স্কুল কর্মশালার শিক্ষার্থীদের অভিনয়ে এবং কর্মশালার সমন্বয়কারী পরিচালক আশীষ খন্দকারের নির্দেশনায়  প্রযোজিত এই নাটকটি দর্শকদের জন্য এক গভীর শিল্পানুভূতির দ্বার উন্মোচন করে ।

মধ্যযুগীয় হ্যামেলিন শহরের প্রেক্ষাপটে রচিত এই নাটকটি ন্যায়, প্রতিশ্রুতি ও বিশ্বাসভঙ্গের পরিণতি নিয়ে এক অনন্য রূপক কাহিনি। জাদুকরী বাঁশির সুরে ইঁদুরের অভিশাপ থেকে মুক্তি পেলেও মানুষের লোভ ও অবিচার শেষ পর্যন্ত নিয়ে আসে এক চিরস্মরণীয় শিক্ষা। নাটকের প্রতিটি দৃশ্য রসাত্মক অভিনয় এবং হৃদয়স্পর্শী উপস্থাপনার মাধ্যমে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের কাছে সমান আকর্ষণীয় হয়ে উঠে।

উইলিয়াম গ্লেননের নাট্যরূপে নির্মিত ‘পাইড পাইপার অব হ্যামেলিন’ জার্মানির প্রাচীন কিংবদন্তিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করে। লোভী ও অসন্তুষ্ট হ্যামেলিন নগরীতে ইঁদুরের দৌরাত্ম্যে মানুষ দিশেহারা। এ সময় এক রহস্যময় বাঁশিওয়ালা হাজির হয়, প্রতিশ্রুত পুরস্কারের বিনিময়ে ইঁদুর তাড়িয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে। জাদুকরী সুরের মাধ্যমে সে শহরকে রক্ষা করে, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করায় মেয়রের অবিচারের শাস্তি স্বরূপ বাঁশিওয়ালা হ্যামেলিনের শিশুদের নিয়ে যায় এমন এক স্থানে, যেখানে আনন্দের অবাধ জগৎ অপেক্ষা করছে-আর পেছনে ফেলে যায় শোকে ভরা শহর।

ভ্রমণডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!