
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শিল্পী হৃদিতা আনিশার ‘এ ড্রইং রুম’শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন হতে যাচ্ছে আগামি মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায়।
‘এ ড্রইং রুম’ হলো নবীন শিল্পী হৃদিতা আনিশার একক প্রদর্শনী, যেখানে তিনি শৈশবের স্মৃতিমাখা প্রাকৃতিক দৃশ্যকে স্নিগ্ধভাবে ফুটিয়ে তুলেছেন, যেখানে বিড়াল, মাছ ও কল্পলোকের বিচিত্র প্রাণীরা একসময় অবাধে বিচরণ করত। এই কাব্যিক ও আবেগঘন উপস্থাপনা দর্শকদের আমন্ত্রণ জানায় এক সজীব ও প্রাণময় সৃজনশীল পরিসরে।
প্রদর্শনীর পুরো সময় জুড়ে আনিশা গ্যালারির দেয়ালে অঙ্কন করবেন। এর পাশাপাশি শিশু ও পরিণতবয়সী দর্শকদেরও আহ্বান জানানো হবে তাঁদের কল্পনা ও সৃজনশীলতার ছাপ রাখার জন্য। দর্শকদের আমন্ত্রণ জানানো হবে এমন এক সরল জগতে, যেখানে সবাই শুধু কয়েকটি জিনিস আঁকতে জানে-যেমন সূর্য, ঘর, পাখি, বিড়াল আর মাছ-যা কয়েকটি সহজ রেখাতেই তৈরি হয়।

শুধু প্রদর্শন নয়, ‘এ ড্রইং রুম’ তার নামের যথার্থ অর্থে একটি আঁকার ঘরে পরিণত হবে-যা রঙে ভরপুর, অবারিত সৃজনশীলতায় উদ্ভাসিত এবং বিশেষত শিশুদের কল্পনা-মননের জন্য উন্মুক্ত।
শিল্পী হৃদিতা আনিশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওরিয়েন্টাল আর্ট বিভাগ থেকে স্নাতক (২০১৭) ও স্নাতকোত্তর (২০১৯) সম্পন্ন করেছেন। গত পাঁচবছরে তিনি শিশুতোষ শিল্প নিয়ে গবেষণা এবং শিশুদের বই প্রকাশকদের সঙ্গে কাজের অভিজ্ঞতার মাধ্যমে নিজস্ব শিল্পভাষা গড়ে তুলেছেন। তাঁর শিল্পকর্ম শিশুদের স্বতঃস্ফূর্ততা এবং বাংলার লোকজ ধারার সংযোগকে একত্রিত করে।
প্রদর্শনীটি চলবে ১৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
ভ্রমণডেস্ক