আজ শুরু হচ্ছে জ্যাঁ ককতো’র নাট্য প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’

নিনাদ তাদের প্রথম নাট্য প্রযোজনা হিসেবে মঞ্চস্থ করতে যাচ্ছে দ্য হিউম্যান ভয়েসÍপ্রখ্যাত ফরাসি নাট্যকার জ্যাঁ ককতো রচিত একক চরিত্রের নাটক। নাটকটি আগামি ৯, ১০ ও ১১ অক্টোবর ২০২৫ তারিখে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার অডিটোরিয়াম নুভেল ভগে অনুষ্ঠিত হবে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় আয়োজিত এই প্রযোজনায় তিনদিনে মোট পাঁচটি প্রদর্শনী থাকবে।

প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের এই প্রদর্শনীটি সম্পূর্ণভাবে বাংলায় মঞ্চস্থ করা হবে।

প্রথম মঞ্চায়ন হয় ১৯৩০ সালেÍদ্য হিউম্যান ভয়েস একটি একক চরিত্রের নাটক, যেখানে এক নারী তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে শেষবারের মতো টেলিফোনে কথা বলেন, ঠিক তার পরদিনই সেই প্রেমিক অন্য এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। এই আলাপচারিতার মধ্য দিয়ে ফুটে ওঠে এক নারীর ভাঙন, পরিত্যাগের বেদনা এবং মানসিক বিপর্যয়ের গভীর ছায়া।

১১ অক্টোবর জ্যাঁ ককতো’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজন করছে ককতো’র জীবন ও নাট্যকর্ম নিয়ে একটি বিশেষ আলোচনা সভা, যেখানে আলোচনা করবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এই আলোচনা অনুষ্ঠানটি ১১ অক্টোবর বিকেল ৩টার প্রদর্শনীর পর, বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত অডিটোরিয়াম নুভেল ভগে অনুষ্ঠিত হবে।

নাটকটির বাংলা অনুবাদ ও নির্দেশনা দিয়েছেন প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াত, যিনি প্রায় ১৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন নাট্যকর্মী, শিক্ষক ও লেখক। তাঁর অনুবাদ ও নির্দেশনায় নাটকটি পেয়েছে গভীর আবেগময় ও মনস্তাত্ত্বিক মাত্রা। একক চরিত্রে অভিনয় করেছেন সাদিকা স্বর্ণা, যিনি দীর্ঘদিন ধরে নাট্যচর্চা ও চারুকলার সঙ্গে যুক্ত একজন অভিজ্ঞ অভিনয়শিল্পী। তাঁর অভিজ্ঞতা ও সংবেদনশীলতা চরিত্রটিকে দিয়েছে বিশেষ গভীরতা ও মানবিক আবেদন।

প্রযোজনার শিল্প নির্দেশনা ও কারিগরি দলে রয়েছেন Í আজমাইন ইসমাম (সাউন্ডস্কেপ), তানজি কুন (সিনোগ্রাফি), ধ্রুব দাস (প্রজেকশন ভিজুয়াল), অমিত চৌধুরী (কোরিওগ্রাফি) এবং মুখলেসুর রহমান (লাইটিং)। পোশাক নকশায় কাজ করেছেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসি। আতিক পিয়াল সহকারী পরিচালক হিসেবে যুক্ত আছেন, আর সজিব হাজরা কাজ করেছেন প্রচারণার ভিজুয়াল ডিজাইন ও পরিকল্পনায়।

প্রদর্শনসূচি (৯–১১ অক্টোবর ২০২৫)- 

৯ অক্টোবর (বৃহস্পতিবার) Í সন্ধ্যা ৭:০০টা

১০ অক্টোবর (শুক্রবার) Í বিকেল ৩:০০টা ও সন্ধ্যা ৭:০০টা

১১ অক্টোবর (শনিবার) Í বিকেল ৩:০০টা ও সন্ধ্যা ৭:০০টা

স্থান: অডিটোরিয়াম নুভেল ভগ, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ২৬ মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা।

টিকেট: প্রদর্শনীর দিনগুলোতে ভেন্যুর কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

ভ্রমণডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!