
বাংলাদেশীদের জন্য উজবেকিস্তান টুরিস্ট ভিসা বন্ধ
সম্প্রতি পৃথিবীর বিভিন্ন দেশ অঘোষিত নোটিশে বাংলাদেশিদেরকে টুরিস্ট ভিসা দেয়া বন্ধ করে দেয়, মধ্য এশিয়ার দেশগুলো সেই একইপথে হেটেছে। তবে সম্প্রতি হঠাৎ দুই একদিনের জন্য উজবেকিস্তান ই-ভিসা পোর্টালে বাংলাদেশের নাম দেখা গেলেও সেটি এখন আর দেখা যাচ্ছেনা। উজবেকিস্থানের স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট একটি বিশ্বস্ত নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশের ট্রাভেল ম্যাগাজিন ভ্রমণকে নিশ্চিত করেছে উজবেকিস্তান কতৃপক্ষ বিশেষ ব্যবস্থাপনা ছাড়া কোনা সাধারণ বাংলাদেশি পাসপোর্টধারি ব্যক্তিদের ক্ষেত্রে আপাতত টুরিস্ট ভিসা প্রদান বন্ধ রাখবে। ই ভিসা সাইটটি ভিজিট করতে ক্লিক করুন: https://e-visa.gov.uz/main
ভ্রমণ ইন্টারন্যাশনাল ডেস্ক