শোক জানাতে বাংলাদেশ দূতাবাসে আলজেরিয়ার মন্ত্রী

রাজধানী ঢাকায় একটি স্কুল ভবনে সামরিক বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে শিশুসহ কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন। এই দু:খজনক ও র্মমান্তকি ঘটনায় আলজেরিয়ার বাংলাদেশ দূতাবাসে শোক জানাতে উপস্থতি হন আলজরেয়িার মুজাহিদীন ও অধিকার রক্ষাবষিয়ক মন্ত্রী এম. ঈদ রেবিগা। দূতাবাসে পৌছালে বাংলাদশেরে রাষ্ট্রদূত নাজমুল হুদা মন্ত্রীকে স্বাগত জানান। মন্ত্রী এই ঘটনায় আলজেরিয়া সরকাররে পক্ষ থকে গভীর শোক প্রকাশ করে শোক বইতে স্বাক্ষর করনে।

মন্ত্রী রেবিগা বাংলাদশেরে রাষ্ট্রদূতকে জানান, এই মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং আলজেরিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আমাদের আন্তরিক সহর্মমতিা,গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি।

তিনি উল্লখে করনে, বোনপ্রতমি বাংলাদেশের জনগণরে সাথে আলজেরিযা সরকার ও জনগণ সংহতি প্রকাশ করছ এবং আমরা নিশ্চিত যে বাংলাদেশী জনগণ এই বেদনাদায়ক অগ্নিপরীক্ষার প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হবে।

ভ্রমণডস্কে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!