ভাসমান পেয়ারা বাজার দেখে মুগ্ধ আলজেরিয়ার রাষ্ট্রদূত..

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার মান্যবর রাষ্ট্রদূত ডঃ আবদেলৌহাব সাইদানী গত ১৮ জুলাই বরিশাল বিভাগের পিরোজপুর জেলা ভ্রমণ করেছেন। জেলার নেছারাবাদ উপজেলার ঐতিহাসিক সরসিনা দারুসসুন্নাত আলিয়া কামিল মাদ্রাসায় তিনি জুমার নামাজ আদায় করেন। সরসিনার পীর সাহেব মাওলানা মুফতি শাহ আবু নসর নেছারুদ্দিন আহমদ হুসাইন এবং মাদ্রাসার উর্ধতন ব্যক্তিবর্গ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রদূত সাড়ে ৪ হাজারেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষকের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিকতায় প্রতিষ্ঠানটির দীর্ঘস্থায়ী অবদানের কথা উল্লেখ করে তার প্রশংসা করেন। বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে আলজেরিয়ার সম্পর্ককে আরও গভীর করবার বিষয়ে জোড় দেন। একইসময় তিনি বাংলাদেশের সাথে ধর্মীয় ও অর্থনৈতিক সহযোগিতার প্রতি আলজেরিয়ার ক্রমবর্ধমান আগ্রহের কথা তুলে ধরেন।

এর আগে সকালে ডঃ সাইদানী পিরোজপুরে ভাসমান পেয়ারা (নৌকা) বাজার পরিদর্শন করেন। প্রসঙ্গত উল্লেখ্য, ‘বাংলার ভেনিস’ খ্যাত বিখ্যাত এই অনন্য গ্রামীণ জলবাণিজ্যকেন্দ্রটি বাংলাদেশের দক্ষিণবঙ্গের অন্যতম পর্যটন আকর্ষণ।

রাষ্ট্রদূত বাজারটিতে কৃষক, ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেন। তিনি গোষ্ঠিভিত্তিক টেকসই কৃষি মডেলের প্রশংসা করেন এবং আলজেরিয়ার জন্য এর সম্ভাব্য প্রাসঙ্গিকতার কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রদূতের এই সফর দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং কৃষি-অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার ক্ষেত্রে ভবিষ্যতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনা করা হচ্ছে।

ভ্রমণডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!