আকাশে প্লেনের ভেতর চোরের উৎপাত: অন্য যাত্রীর ব্যাগ চুরির দায়ে বিজনেস ক্লাসের যাত্রীর কারাদণ্ড

সহযাত্রীর লাগেজ চুরির দায়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে একজন যাত্রীকে ২০ মাসের কারাদন্ডে দণ্ডিত করা হয়েছে। ২৬ বছর বয়সী লিউ মিং ৭ আগস্ট দুবাই থেকে সিঙ্গাপুরগামী ফ্লাইটে ওঠেন এবং বিজনেস ক্লাস কেবিনে থাকা আজারবাইজানের এক ব্যক্তি ও তাঁর স্ত্রীর ব্যাগ থেকে জিনিসপত্র চুরি করার চেষ্টা করেন।

চীনা নাগরিক লিউ চুরির অভিযোগে দোষ স্বীকার করেন। আদালতকে জানানো হয়, লিউ বিশেষভাবে বিজনেস ক্লাসের সহযাত্রীদের কাছ থেকে উচ্চমূল্যের জিনিসপত্র চুরির উদ্দেশ্য নিয়েই ফ্লাইটে উঠেছিলেন।

ভুক্তভোগীর ব্যাগে থাকা জিনিসপত্রের মোট মূল্য ছিল ১ লক্ষ সিঙ্গাপুর ডলারেরও বেশি।

লিউ বসেছিলেন ৫২ বছর বয়সী ওই আজারবাইজানি বিজনেস ক্লাস যাত্রীর আসনের পাঁচ সারি সামনে এবং তাঁর স্ত্রীর আসনের ঠিক এক সারি সামনে।

৮ আগস্ট ভোরের দিকে, রাতের খাবার পরিবেশন শেষ হওয়ার পর এবং কেবিনের আলো ম্লান হয়ে এলে লিউ চুরির চেষ্টা করেন। ভুক্তভোগী তখন ঘুমিয়ে ছিলেন, কিন্তু তাঁর স্ত্রী অল্প সময়ের মধ্যে ঘুম থেকে জেগে উঠে দেখেন, লিউ তাঁর স্বামীর আসনের দিকে গিয়ে ওভারহেড কম্পার্টমেন্ট থেকে ভুক্তভোগীর লাগেজ নামিয়ে নিজের আসনের দিকে নিয়ে যাচ্ছেন।

ভুক্তভোগীর স্ত্রী ওই ব্যক্তিকে বাধা দেন এবং তাঁর কথাবার্তা বুঝতে না পেরে কেবিন ক্রুকে বিষয়টি জানান। বিপদ বুঝতে পেরে লিউ আবার ভুক্তভোগীর আসনের কাছে গিয়ে যেখান থেকে লাগেজটি নিয়েছিলেন, সেখানেই তা রেখে দেন।

লিউ কেবিন ক্রুকে বলেন, নিজের ব্যাগ ভেবে ভুল করে তিনি লাগেজটি নিয়েছিলেন। কেবিন ক্রু চাঙ্গি বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফকে বিষয়টি জানান এবং বিমানবন্দরে পৌঁছানোর পর লিউকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীর ব্যাগে থাকা জিনিসপত্রের মোট মূল্য ছিল ১ লক্ষ সিঙ্গাপুর ডলারেরও বেশি (৫৭,৬২৫ পাউন্ড)। এসবের মধ্যে ছিল নগদ অর্থ, প্রায় ২,১০০ সিঙ্গাপুর ডলার মূল্যের একটি হুয়াওয়ে ল্যাপটপ, ৫,৪০০ সিঙ্গাপুর ডলারের বেশি মূল্যের ৫৬টি সিগার, ৩৫,০০০ সিঙ্গাপুর ডলারের বেশি মূল্যের একটি শোপার্ড ঘড়ি এবং ৫১,০০০ সিঙ্গাপুর ডলারের বেশি মূল্যের একটি অডেমার পিগে ঘড়ি। আদালতকে জানানো হয়, কোনো জিনিসই হারায়নি, কারণ লাগেজ নেওয়ার পরপরই ভুক্তভোগীর স্ত্রী লিউকে ধরে ফেলেছিলেন।

পুলিশ জানায়, তদন্ত চলাকালে লিউ অসহযোগিতামূলক আচরণ করেন এবং চুরির বিষয়টি অস্বীকার করে এটিকে ভুলবশত ঘটেছে বলে দাবি করতে থাকেন। তবে লিউর ব্যাগটি ভুক্তভোগীর ব্যাগ থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল।

ডেপুটি পাবলিক প্রসিকিউটর চিয়া ওয়েনজি সর্বোচ্চ ২০ মাসের কারাদ-ের আবেদন জানান। তিনি বলেন, “সিঙ্গাপুরের জাতীয় বিমান সংস্থার ফ্লাইটে এ ধরনের চুরি বাড়তে থাকলে তা সংস্থাটির সুনাম এবং সিঙ্গাপুরের পর্যটন শিল্প উভয়েরই ক্ষতি করবে।”

এই সাজা আসে আরেক চীনা নাগরিক ঝাং কুনকে মে মাসে ১০ মাসের কারাদ- দেওয়ার পর। তিনি স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সহযাত্রীর কাছ থেকে চুরি করার দায়ে দ-িত হন।

১৬ মার্চ কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ওভারহেড কম্পার্টমেন্ট থেকে এক যাত্রীর ব্যাকপ্যাক চুরির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

ভ্রমণ ইন্টারন্যাশনালডেস্ক, ২৭ ডিসেম্বর, ২০২৫

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!