আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকোস অফ হোপ – চিলড্রেন ফর চিলড্রেন’

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা ধানমন্ডির লা গ্যালারিতে ৬ জানুয়ারি ২০২৬ তারিখে বিকেল ৫টায় শুরু হতে যাচ্ছে গাজার শিশুদের সহায়তায় হোপওয়েভ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নিরাময় কেন্দ্রিক তহবিল সংগ্রহ প্রদর্শনী, ইকোস অফ হোপ – চিলড্রেন ফর চিলড্রেন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান।

প্রদর্শনীতে শিশুদের চিত্রকর্ম, হাতে লেখা চিঠি, ফটোগ্রাফ এবং উখিয়ায় পরিচালিত চার-দিনের আর্ট ও মনোসামাজিক কর্মসূচির নথিপত্র উপস্থাপন করা হবে। এসব কাজের মাধ্যমে শিশুরা ফিলিস্তিনের শিশুদের প্রতি সহমর্মিতা, ধৈর্য এবং সংহতির বার্তা প্রেরণ করেছে, যা সীমান্ত পেরিয়ে মানবিকতার এক অসাধারণ সংযোগ তৈরি করে।

প্রদর্শনীর সকল কাজ চার দিনের একটি মনস্তাত্ত্বিক শিল্প কর্মশালার সময় শিশুদের স্বতস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে তৈরি করা হয়েছিল। এই উদ্যোগটি তুলে ধরে যে কীভাবে সৃজনশীল সম্পৃক্ততা মানসিক নিরাময়ের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে এবং একইসাথে বাস্তুচ্যুতি এবং মানসিক আঘাতের মধ্যে দিয়ে যাওয়ার পরেও শিশুদের সহানুভূতিশীল এবং আশাবাদী হতে শেখায়।

শিল্প ও মানসিক সুস্থতাকে কেন্দ্র করে আয়োজিত এই প্রদর্শনীটি একইসঙ্গে গাজার শিশুদের জন্য একটি তহবিল সংগ্রহের উদ্যোগ। PACSOC -এর সহযোগিতায় পরিচালিত এই আয়োজন থেকে প্রাপ্ত সমস্ত অনুদান Owneh Initiative -এর মাধ্যমে গাজার শিশুদের সহায়তায় প্রদান করা হবে।

২০২৪ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হোপওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, কবি ও সমাজকর্মী মুনিমাহ মাহরিন বলেন, অদৃশ্য ক্ষত নিয়ে বেঁচে থাকা শিশুরাও যে নীরবতার পরিবর্তে সহমর্মিতা এবং হতাশার পরিবর্তে আশা বেছে নিতে পারে এই প্রদর্শনীর মাধ্যমে আমরা সেটিই বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই।

হোপওয়েভ ফাউন্ডেশন শিল্পভিত্তিক ও মনস্তাত্ত্বিক উদ্যোগের মাধ্যমে মানসিক সুস্থতা পুনরুদ্ধার, যুব অংশগ্রহণ এবং বৈশ্বিক সংহতির জন্য চিকিৎসা-কেন্দ্রিক ও সাংস্কৃতিকভাবে ভিত্তিশীল পরিসর তৈরিতে কাজ করে।

লা গ্যালারি, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ৬-৯ জানুয়ারি ২০২৬, বিকেল ৩টা থেকে রাত ৯টা (মঙ্গলবার থেকে শুক্রবার) পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

ভ্রমণডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!